IPL: রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়কত্ব পেলেন ফাফ ডু প্লেসি

বিরাট কোহলি অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ানোর পর আরসিবির নতুন নেতা কে হবেন, তা নিয়ে চলছিলো জল্পনা। নিলামের পর কার্যত দুজনকেই রাখা হয়েছিলো এই দৌড়ে।
ফাফ ডু প্লেসি
ফাফ ডু প্লেসি ফাইল ছবি ফাফ ডু প্লেসির ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে

জল্পনা চলছিলো। এবার সেই জল্পনাতেই সিলমোহর দিলো রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। শনিবার আরসিবির তরফ থেকে ঘোষণা করা হয়েছে তাদের অধিনায়কের নাম। বিরাটের স্থলে এবার দলকে নেতৃত্ব দেবেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক ফাফ ডু প্লেসি। আরসিবির তরফ থেকে সরকারিভাবে নেতা হিসেবে ঘোষণা করা হয়েছে অভিজ্ঞ প্রোটিয়া তারকার নাম।

বিরাট কোহলি অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ানোর পর আরসিবির নতুন নেতা কে হবেন, তা নিয়ে চলছিলো জল্পনা। নিলামের পর কার্যত দুজনকেই রাখা হয়েছিলো এই দৌড়ে। একজন বিধ্বংসী অজি অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল এবং অপরজন ডু প্লেসি। শনিবার ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে গুরু দায়িত্ব তুলে দেওয়া হলো ফাফের হাতে।

আইপিএলের মঞ্চে এখনও পর্যন্ত শিরোপা অধরা ব্যাঙ্গালুরুর। বিরাট কোহলির নেতৃত্বে একাধিকবার শিরোপা জয়ের কাছাকাছি পৌঁছালেও খেতাব ছুঁয়ে দেখার সুযোগ হয়নি আরসিবির। এবার আরসিবির দায়িত্ব থাকছে প্রোটিয়া তারকার কাঁধে। অভিজ্ঞ ডু প্লেসির হাত ধরে আরসিবি কি পারবে প্রথম খেতাব জিততে?

আইপিএলের মঞ্চে বরাবরই নজর কেড়েছেন ফাফ ডু প্লেসি। গত মরশুমে ধোনির চেন্নাই সুপার কিংসের হয়ে ব্যাট হাতে একের পর এক মহাগুরুত্বপূর্ণ ইনিংস উপহার দিয়ে গিয়েছেন। প্রোটিয়া তারকা তাঁর দীর্ঘ আইপিএলের কেরিয়ারের বেশিরভাগ সময়টাই খেলেছেন মহেন্দ্র সিং ধোনির দলের হয়ে। ২০১২-১৫ সাল পর্যন্ত চেন্নাইয়ের হয়ে খেলার পর দুবছর যোগ দিয়েছিলেন পুনে সুপার জায়ান্টসে। ২০১৮ সালে আবার ফিরে আসেন হলুদ ব্রিগেডে। এবার ব্যাঙ্গালোরের জার্সিতে মাঠে নামতে চলেছেন বিরাটদের নেতা হয়েই।

GOOGLE NEWS-এ আমাদের ফলো করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in