
৫ বল হাতে রেখেই মুম্বইয়ের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিলো দিল্লি ক্যাপিটালস। রোহিতদের দেওয়া ১৩৮ রানের লক্ষ্য মাত্রা তাড়া করতে নেমে ৬ উইকেটে দুরন্ত জয় এলো ঋষভ পন্থদের।
রান তাড়া করতে নেমে শুরুতেই পৃথ্বী শ ৭ রানে আউট হয়ে ফিরে যাওয়ার পর দিল্লিকে এগিয়ে নিয়ে যায় শিখর ধাওয়ান এবং স্টিভ স্মিথ জুটি। দ্বিতীয় উইকেটে এই জুটি যোগ করেন ৫৩ রান। স্মিথ ২৯ বলে ৩৩ রানের ইনিংস খেলেন। শিখর ধাওয়ান ৪২ বলে করেন ৪৫ রান।
ঋষভ পন্থ ৭ রানে আউট হয়ে যাওয়ার পর অবশ্য আর ফিরে তাকাতে হয়নি দিল্লিকে। ললিত যাদব (২২*) এবং শিমরন হিটমায়ার (১৪*) ম্যাচ শেষ করেই ফিরে আসেন। ৬ উইকেটে দুরন্ত জয় আসে দিল্লি শিবিরে।
চেন্নাইয়ে এদিন শুরুতেই ধাক্কা লাগে মুম্বই শিবিরে। দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান কুইন্টন ডিকক ফিরে যান ১ রানে। এরপর অবশ্য সূর্যকুমার যাদব ও রোহিত শর্মা জুটি ৫৮ রানের পার্টনারশিপ গড়েন। তবে সূর্যকুমার ২৪ রান করে আউট হওয়ার অল্প সময় পরেই রোহিত শর্মা ৩০ বলে ৪৪ রানের ইনিংস খেলে অমিত মিশ্রার শিকার হন।
রোহিত ফিরে যাওয়ার পর ইশান কিশান দাঁড়িয়ে থাকলেও মিডিল অর্ডারের মেরুদন্ড ভেঙে দেয় অমিত মিশ্রা। হার্দিক পান্ডিয়া (০) এবং কায়রন পোলার্ডকে (২) দাঁড়াতেই দেননি তিনি। ক্রুনাল পান্ডিয়া ৫ বল খেলে ১ রান করে ললিত যাদবের উইকেটে পরিণত হয়।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন