IPL: ডিভিলিয়ার্স ঝড়, কলকাতার সামনে ২০৫ রানের বিরাট লক্ষ্য আরসিবি-র

শুরুতে বড় ধাক্কা খেলেও গ্লেন ম্যাক্সওয়েলের হাত ধরে ছন্দ ফিরে পায় আরসিবি। দেবদূত পাড়িক্কেলকে সঙ্গে নিয়ে ৮৬ রানের পার্টনারশিপ গড়েন তিনি। পাড়িক্কেল ফিরে যান ২৮ বলে ২৫ রান করে।
IPL: ডিভিলিয়ার্স ঝড়, কলকাতার সামনে ২০৫ রানের বিরাট লক্ষ্য আরসিবি-র
কলকাতা নাইট রাইডারসের ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে
Published on

নাইটদের বিরুদ্ধে ব্যাট হাতে তান্ডব চালালেন প্রোটিয়া সুপারস্টার এবি ডিভিলিয়ার্স (৭৬*)। অনবদ্য ইনিংস খেললেন অজি অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলও (৭৮)। শুরুতেই জোড়া উইকেট হারালেও ম্যাক্সওয়েল ও ডিভিলিয়ার্সের ব্যাটিং নৈপুণ্যে কলকাতার সামনে ২০৫ রানের বিরাট লক্ষ্য খাড়া করলো আরসিবি।

টসে জিতে ব্যাট করতে নেমে শুরুতেই জোড়া ধাক্কা খায় আরসিবি। বিরাট কোহলি(৫) এবং রজত পাটিদারকে (১) এক ওভারেই ডাগআউটের রাস্তা দেখান বরুণ চক্রবর্তী। তবে শুরুতে বড় ধাক্কা খেলেও গ্লেন ম্যাক্সওয়েলের হাত ধরে ছন্দ ফিরে পায় আরসিবি। দেবদূত পাড়িক্কেলকে সঙ্গে নিয়ে ৮৬ রানের পার্টনারশিপ গড়েন তিনি। পাড়িক্কেল ফিরে যান ২৮ বলে ২৫ রান করে।

অজি অলরাউন্ডার ৪৯ বলে ৭৮ রানের অনবদ্য ইনিংস খেললেন। তার ইনিংস সাজানো রয়েছে ৯ টি বাউন্ডারি এবং ৩ টি ওভার বাউন্ডারির মাধ্যমে। ম্যাক্সওয়েল ফিরে যাওয়ার পর ব্যাট হাতে তান্ডব চালালেন এবি ডিভিলিয়ার্স। ৩৪ বলে ৭৬* রানের মারকাটারি ইনিংস খেললেন আরসিবি উইকেট কিপার ব্যাটসম্যান। এবির ইনিংস সাজানো রয়েছে ৯ টি চার এবং ৩ টি বিশাল ছক্কার মাধ্যমে।

নাইটদের হয়ে ৪ ওভারে ৩৯ রান দিয়ে জোড়া উইকেট নেয় বরুণ চক্রবর্তী। একটি করে উইকেট নেয় প্রসিদ্ধ কৃষ্ণা এবং প্যাট কামিন্স।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in