IPL: চেন্নাই সুপার কিংস বনাম দিল্লি ক্যাপিটালস - গুরু শিষ্যের লড়াই ঘিরে সরগরম দুবাই

IPL 2021-এর প্রথম কোয়ালিফায়ার ম্যাচে মাঠে নামছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। প্রতিপক্ষ লীগ টেবিলের শীর্ষে থাকা ঋষভ পন্থের দিল্লি। ভারতীয় সময় সন্ধ্যে সাড়ে সাতটা থেকে শুরু হবে এই ম্যাচ।
ঋষভ পন্থ ও মহেন্দ্র সিং ধোনি
ঋষভ পন্থ ও মহেন্দ্র সিং ধোনিফাইল ছবি সংগৃহীত

দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আজ গুরু-শিষ্যের লড়াই। আইপিএল ২০২১-এর প্রথম কোয়ালিফায়ার ম্যাচে মাঠে নামছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। প্রতিপক্ষ লীগ টেবিলের শীর্ষে থাকা ঋষভ পন্থের দিল্লি। ভারতীয় সময় সন্ধ্যে সাড়ে সাতটা থেকে শুরু হবে এই ম্যাচ। যে দল জিতবে তারা সরাসরি পৌঁছে যাবে মেগা ফাইনালে। অন্যদিকে পরাজিত দল এলিমিনেটর ম্যাচে যারা জিতবে তাদের সাথে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ খেলার সুযোগ পাবে।

চলতি মরশুমে দুরন্ত ছন্দে রয়েছে ঋষভের দিল্লি ক্যাপিটালস। লীগ পর্বের ১৪ ম্যাচের মধ্যে দশটিতে জয় তুলে নিয়েছে তারা। অন্যদিকে ১৪ ম্যাচের মধ্যে ৯ টি ম্যাচ জিতে দ্বিতীয় স্থানে শেষ করেছেন ধোনিরা। তবে শেষ তিন ম্যাচে হারের হ্যাটট্রিক করেছে সিএসকে। অন্যদিকে শেষ ম্যাচে আরসিবির কাছে হেরেছেন ঋষভরাও। তাই পুনরায় জয় তুলে নিতে এবং সেইসঙ্গে সরাসরি ফাইনালে পৌঁছানোর জন্য এক হাইভোল্টেজ লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে দুই শিবির।

মুখোমুখি লড়াইয়ে অনেকটাই এগিয়ে আছে ঋষভের গুরু ধোনির চেন্নাই। সব মিলিয়ে দুই দলের লড়াইয়ে দিল্লি জিতেছে ১০ বার এবং চেন্নাই ১৫ বার। দিল্লির হয়ে এই ম্যাচে প্রত্যাবর্তন ঘটাতে পারেন অজি অলরাউন্ডার মার্কাস স্টয়নিস। তবে তার নিশ্চয়তা ১০০ শতাংশ নয়। অন্যদিকে বড় ম্যাচে রবিন উথাপ্পার জায়গায় হলুদ শিবিরে ফিরতে পারেন সুরেশ রায়না।

দিল্লি ক্যাপিটালসের সম্ভাব্য একাদশ: পৃথ্বী শ, শিখর ধাওয়ান, শ্রেয়স আয়ার, ঋষভ পন্থ, রিপল পাটেল/মার্কাস স্টয়নিস, শিমরন হিটমায়ার, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, কাগিসো রাবাডা, এনরিচ নর্তজে, আভেস খান।

চেন্নাই সুপার কিংসের সম্ভাব্য একাদশ: ঋতুরাজ গায়কোয়াড, ফাফ ডু প্লেসি, মঈন আলি, অম্বতি রায়ডু, সুরেশ রায়না/রবিন উথাপ্পা, মহেন্দ্র সিং ধোনি, ডোয়েন ব্র্যাভো, রবীন্দ্র জাদেজা, দীপক চাহার, শার্দুল ঠাকুর, জস হেজেলউড।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in