IPL Auction 2024: একনজরে দেখে নিন আইপিএল 'মিনি' নিলামের খুঁটিনাটি

People's Reporter: দর্শকরা জিও সিনেমা অ্যাপে লাইভ স্ট্রিমিং দেখতে পাবেন। এছাড়া টিভিতে স্টার স্পোর্টস চ্যানেলে দেখাবে আইপিএল-র মিনি নিলাম।
আজ আইপিএল-র মিনি নিলাম
আজ আইপিএল-র মিনি নিলামছবি - IPL-র এক্স হ্যান্ডেল

ভারতীয় সময় মঙ্গলবার দুপুর ১টা থেকে শুরু হয়েছে ২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের 'মিনি' নিলাম। দুবাইয়ের কোকা কোলা এরিনাতে হচ্ছে এবারের নিলাম। মোট ১০টি ফ্রাঞ্চাইজি অংশগ্রহণ করছে এই নিলামে। ৩৩৩ ক্রিকেটারকে বেছে নেওয়া হয়েছে নিলামের জন্য।

প্রথমে ভারতীয় এবং বিদেশী মিলিয়ে মোট ১১৬৬ জন প্লেয়ার আইপিএল-এ খেলার জন্য নাম নথিভুক্ত করেছিলেন। যার মধ্যে থেকে শর্টলিস্টেড হন ৩৩৩ জন ক্রিকেটার। যাদের মধ্যে ২১৪ জন ভারতীয় ক্রিকেটার। ১১৯ জন বিদেশী। ১১৬ জন আবার বিভিন্ন দেশের টি-২০ টুর্নামেন্টগুলিতে অংশগ্রহণ করেছেন। ২১৫ জন আনক্যাপড রয়েছেন। ২ জন অ্যাসোসিয়েট প্লেয়ার আছেন। এর মধ্যে ২৩ জন প্লেয়ারের বেস প্রাইস ২ কোটি টাকা রাখা হয়েছে।

এই নিলামকে 'মিনি' নিলাম বলার একটাই কারণ যে, ১০ ফ্র্যাঞ্চাইজির কাছে মোট ৭৭টি শূন্যস্থান রয়েছে। যার মধ্যে ৩০টি জায়গা বিদেশীদের জন্য। সেই জায়গা পূরণের জন্যই নিলামটি ডাকা হয়েছে। সবথেকে বেশি স্লট খালি আছে কলকাতা নাইট রাইডার্সের। দেশী ও বিদেশী মিলিয়ে মোট ১২টি জায়গা ফাঁকা আছে। দিল্লি ক্যাপিটালসের রয়েছে ৯টি স্লট। ৮টি করে স্লট খালি আছে মুম্বই ইন্ডিয়ান্স, গুজরাট টাইটান্স, পাঞ্জাব কিংস এবং রাজস্থান রয়্যালসের। ৬টি করে স্লট খালি আছে চেন্নাই সুপার কিংস, লখনউ সুপার জায়ান্টস, রয়্যাল চ্যালেঞ্জার্স এবং এবং সানরাইজার্স হায়দরাবাদের।

দর্শকরা জিও সিনেমা অ্যাপে লাইভ স্ট্রিমিং দেখতে পাবেন। এছাড়া টিভিতে স্টার স্পোর্টস চ্যানেলে দেখাবে আইপিএল-র মিনি নিলাম।

সবথেকে বেশি টাকা নিয়ে নিলামে অংশগ্রহণ করছে গুজরাট টাইটান্স। তাদের কাছে আছে ৩৮ কোটি ১৫ লক্ষ টাকা। সানরাইজার্স হায়দরাবাদের রয়েছে ৩৪ কোটি টাকা।কেকেআর-র কাছে আছে ৩২ কোটি ৭০ লক্ষ টাকা। চেন্নাইয়ের কাছে রয়েছে ৩১ কোটি ৪০ লক্ষ টাকা। পাঞ্জাব কিংসের হাতে রয়েছে ২৯ কোটি ১০ লক্ষ। দিল্লি ক্যাপিটালসের আছে ২৮ কোটি ৯৫ লক্ষ টাকা। রয়্যাল চ্যালেঞ্জার্সের আছে ২৩ কোটি ২৫ লক্ষ টাকা। মুম্বইয়ের হাতে রয়েছে ১৭ কোটি ২৫ লক্ষ টাকা। রাজস্থান রয়্যালস নিলামে অংশগ্রহণ করবে ১৪ কোটি ৫০ লক্ষ টাকা নিয়ে। এছাড়া লখনউ সুপার জায়ান্টের হাতে আছে ১৩ কোটি ১৫ লক্ষ টাকা।

আজ আইপিএল-র মিনি নিলাম
UCL 2023-24: শেষ ১৬-র ড্র সম্পন্ন, ইন্টারের সামনে অ্যাথলেটিকো! বার্সা, বায়ার্নের বিপক্ষে কোন দল?
আজ আইপিএল-র মিনি নিলাম
IPL 2024: নিলামের দিনই বোলারদের জন্য সুখবর, এক ওভারে ২টি বাউন্সারে ছাড়পত্র BCCI-র!

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in