IPL Auction 2023: সাড়া জাগানো তরুণ ব্রিটিশ ব্যাটারকে ১৩ কোটি ২৫ লক্ষ টাকায় দলে নিল হায়দরাবাদ

কোচিতে অনুষ্ঠিত ২০২৩ আইপিএলের মিনি অকশানে ব্রুককে নেওয়ার জন্য শুরু থেকেই ঝাঁপায় সানরাইজার্স। হায়দরাবাদের সাথে পাঁচ কোটি টাকা পর্যন্ত বিডে উঠেছিল রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
হ্যারি ব্রুক
হ্যারি ব্রুকফাইল চিত্র - সংগৃহীত

সম্প্রতি ইংল্যান্ডের জার্সিতে দুর্দান্ত ছন্দে রয়েছেন হ্যারি ব্রুক। আইপিএলের মিনি অকশানে তারই সুফল পেলেন ইংল্যান্ডের তরুণ ব্যাটার। ১৩ কোটি ২৫ লক্ষ টাকায় ব্রুককে দলে টানলো সানরাইজার্স হায়দরাবাদ।

কোচিতে অনুষ্ঠিত ২০২৩ আইপিএলের মিনি অকশানে ব্রুককে নেওয়ার জন্য শুরু থেকেই ঝাঁপায় সানরাইজার্স। হায়দরাবাদের সাথে পাঁচ কোটি টাকা পর্যন্ত বিডে উঠেছিল রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এরপর লড়াইয়ে নামে রাজস্থান রয়্যালস। ১৩ কোটি ২০ লক্ষ টাকা নিয়ে নিলামে নামা রাজস্থান ব্রুকের জন্য ১৩ কোটি টাকা পর্যন্ত দর রাখে। রাজস্থানের ঝুলিতে এর বেশি আর টাকা ছিল না ব্রুককে নেওয়ার জন্য। আইপিএলের নিলামে প্রথমবার অংশ নিয়ে ১৩ কোটি ২৫ লক্ষ টাকায় হায়দরাবাদ দলে জায়গা পেলেন ২৩ বর্ষীয় ব্রিটিশ তারকা।

চলতি বছরেই টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক ঘটেছে ব্রুকের। তবে এরমধ্যেই নিজেকে 'থ্রি লায়ন্স'-দের ব্যাটিং স্তম্ভে পরিণত করেছেন তিনি। টি-টোয়েন্টিতে ২৬.৫৭ গড়ে ১৩৭.৭৭ স্ট্রাইক রেটে রান করেছেন ৩৭২।

ব্রুক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নর্দান সুপারচার্জার্সের হয়ে দ্য হান্ড্রেডে খেলেছেন। অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে খেলেন হোবার্ট হ্যারিকেনসের হয়ে। পাকিস্তান সুপার লিগে লাহোর কালান্দার্সের হয়ে প্রতিযোগীতার সর্বকনিষ্ঠ ব্যাটার হিসেবে সেঞ্চুরির রেকর্ডও গড়েছেন। সদ্য শেষ হওয়া পাকিস্তান-ইংল্যান্ড টেস্ট সিরিজের তিনটি টেস্টেই সেঞ্চুরি করেছেন এই সাড়া জাগানো তরুণ তারকা।

হ্যারি ব্রুক
নিলামে রেকর্ড! সাড়ে ১৮ কোটি টাকায় বিশ্বকাপের ম্যান অফ দ্য টুর্নামেন্টকে কিনলো পাঞ্জাব কিংস

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in