
মোতেরায় ঝড় তুললেন এবি ডিভিলিয়ার্স। ৪২ বলে ৭৫* রানের অনবদ্য ইনিংস খেললেন এই প্রোটিয়া ব্যাটসম্যান। ধুঁকতে থাকা আরসিবিকে ৪ টি বাউন্ডারি এবং ৫ টি ওভার বাউন্ডারির মাধ্যমে নিয়ে গেলেন বড় স্কোরে। মূলত এবির ব্যাটে ভর করেই নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭১ রান সংগ্রহ করেছে আরসিবি। দিল্লির সামনে টার্গেট ১৭২ রানের।
আমেদাবাদে টসে জিতে এই ম্যাচে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় দিল্লি অধিনায়ক ঋষভ পন্থ। প্রথম দফায় ব্যাট করতে নেমে দুই আরসিবি ওপেনার বেশিক্ষণ স্থায়ী হতে পারেনি। অধিনায়ক বিরাট কোহলিকে ১২ রানে ক্লিন বোল্ড করে ফেরান আভেস খান। কোহলি ফিরে যাওয়ার পরের বলেই ডাগআউটের রাস্তা দেখেন দেবদূত পাড়িক্কেল। ১৭ রান করে দেবদূত শিকার হন ইশান্ত শর্মার। এরপর রজত পাটিদার এবং গ্লেন ম্যাক্সওয়েল দলকে কিছুটা মোমেন্টাম এনে দেন। তবে দুরন্ত ছন্দে থাকা ম্যাক্সওয়েল ব্যাক্তিগত ২৫ রানে অমিত মিশ্রার শিকার হন।
রজত পাটিদার ২২ বলে ৩১ রান করেন। তবে ধুঁকতে থাকা আরসিবিকে কার্যত একা হাতেই এগিয়ে নিয়ে গেলেন প্রোটিয়া তারকা এবি ডিভিলিয়ার্স। ৪২ বলে ৭৫* রানে অপরাজিত থাকলেন তিনি। এবির ইনিংস সাজানো রয়েছে ৩ টি বাউন্ডারি এবং ৫ টি ওভার বাউন্ডারির মাধ্যমে।
দিল্লির হয়ে এই ম্যাচে একটি করে উইকেট নেয় আভেস খান, ইশান্ত শর্মা, অমিত মিশ্রা, কাগিসো রাবাডা এবং অক্ষর প্যাটেল।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন