IPL 22: দিল্লির হয়ে অভিষেক ম্যাচে অনবদ্য কুলদীপ, নাইটদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন কোচ

কপিল পান্ডে জানান, "যেদিন কেকেআর ওকে ছেড়ে দেয়, সেদিন আমরা খুব খুশি হয়েছিলাম। কুলদীপও খুশি ছিলো। আমাদের মনে হয় কেকেআরের ক্যাম্পে কুলদীপের সঙ্গে ভৃত্যের মতো আচরণ করা হতো।
কুলদীপ যাদব
কুলদীপ যাদবছবি - আইপিএল ট্যুইটার হ্যান্ডেল

কলকাতা নাইট রাইডার্স ছেড়ে দেওয়ায় কুলদীপ যাদবকে নিলাম থেকে দলে টেনেছে দিল্লি ক্যাপিটালস। ঋষভ পান্তদের হয়ে অভিষেক ম্যাচেই অনবদ্য পারফর্ম্যান্সের মাধ্যমে সকলের মন জয় করেছেন কুলদীপ। ওই ম্যাচে মুম্বইয়ের বিপক্ষে মাত্র ১৮ রান খরচ করে ৩ উইকেট নেন ভারতের প্রতিভাবান চাইনাম্যান স্পিনার। সেইসঙ্গে জেতেন ম্যাচ সেরার পুরস্কারও। তাঁর এই অনবদ্য প্রদর্শনের পর কেকেআরের বিরুদ্ধে সমস্ত ক্ষোভ উগরে দিলেন কুলদীপের কোচ কপিল পান্ডে।

শেষ দুই মরশুমে নাইটরা কুলদীপকে সেরকম ভাবে সুযোগ দেয়নি। অধিকাংশ ম্যাচেই তাঁকে বসে থাকতে হয়েছে বেঞ্চে। মাত্র ৬ টি ম্যাচ খেলার সুযোগ পান তিনি। দলে থেকেও সুযোগ না পাওয়ায় কার্যত হতাশা গ্রাস করেছিলো কুলদীপকে। এবার চলতি আইপিএলে দিল্লির হয়ে অভিষেক ম্যাচে নজর কাড়ার পর চুপ থাকলেন না কুলদীপের কোচ।

ভারতের এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কপিল পান্ডে জানান, "কুলদীপ ভালো খেলেছিলো। তবে ওকে অবহেলা করা হচ্ছিলো। যেদিন কেকেআর ওকে ছেড়ে দেয়, সেদিন আমরা খুব খুশি হয়েছিলাম। কুলদীপও খুশি ছিলো। আমাদের মনে হয় কেকেআরের ক্যাম্পে কুলদীপের সঙ্গে ভৃত্যের মতো আচরণ করা হতো। যখন ওকে সুযোগ দেওয়া হচ্ছিলো না তখন ওকে ছেড়ে দেওয়াই উচিত ছিলো।"

কুলদীপের কোচ আরও বলেন," যেই ছেলেটার (কুলদীপ) ৯ থেকে ১০ কোটি টাকা পাওয়া উচিৎ ছিলো, সে মাত্র দুই কোটি টাকা পেল। কেকেআর-এর কারণে আর্থিক ভাবে ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। আমি ওকে বলেছিলাম আইপিএল-এ কম দাম পাওয়ায় কোনো ক্ষতি নেই, শুধু খেলে যাও। আমরা খেলার জন্য অনেক পরিশ্রম করি, শুধু টাকা রোজগারের জন্য নয়। প্রধান লক্ষ্য হলো দেশের জন্য খেলা।"

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in