IPL 21: বলের পর ব‍্যাট হাতেও দাপট মুম্বাইয়ের, রাজস্থানের বিরুদ্ধে ৮ উইকেটে বড় জয় রোহিতদের

নাথান কুল্টারনাইল, জিমি নিজামদের আগুন ঝরানো বোলিংএর সৌজন্যে এদিন সঞ্জু স্যামসনদের মাত্র ৯০ রানে বেঁধে ফেলেন রোহিত বাহিনী। আর রান তাড়া করতে নেমে মাত্র ৮.২ ওভারেই ৮ উইকেটে জয় অর্জন করে মুম্বই।
ইশান কিশান
ইশান কিশানছবি সৌজন্যে ট‍্যুইটার
Published on

মরণ-বাঁচন ম্যাচে রাজস্থানকে নিয়ে ছিনিমিনি খেললো মুম্বই ইন্ডিয়ানস। নাথান কুল্টারনাইল, জিমি নিজামদের আগুন ঝরানো বোলিংএর সৌজন্যে শারজায় এদিন সঞ্জু স্যামসনদের মাত্র ৯০ রানে বেঁধে ফেলেন রোহিত বাহিনী। আর রান তাড়া করতে নেমে মাত্র ৮.২ ওভারেই ৮ উইকেটে জয় অর্জন করে মুম্বই। ২৫ বলে ৫০* রানের মারকাটারি ইনিংস খেললেন ইশান কিশান। এই বড় জয়ের ফলে প্লে অফের আশা জিইয়ে রাখলো মুম্বই ইন্ডিয়ানস। অপরদিকে রাজস্থান রয়্যালসের প্লে অফে যাওয়ার রাস্তা একপ্রকার বন্ধই হয়ে গেলো।

শারজায় টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় রোহিত শর্মা। নাথান কুল্টারনাইল, জসপ্রীত বুমরাহ, জিমি নিজামদের আগুন ঝরানো বোলিংএর সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ে রাজস্থানের ব্যাটিং লাইনআপ। ৪ ওভারে মাত্র ১৪ রান দিয়ে ৪ টি উইকেট তুলে নিয়েছেন অজি পেসার নাথান কুল্টারনাইল। ৪ ওভারে মাত্র ১২ রান দিয়ে ৩ টি উইকেট শিকার করেছেন জিমি নিজাম এবং ৪ ওভারে মাত্র ১৪ রান দিয়ে জোড়া উইকেট নিয়েছেন জসপ্রীত বুমরাহ। মুম্বই বোলারদের আগুন ঝরানো বোলিংএর সামনে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ৯০ রানই সংগ্রহ করতে পেরেছে রাজস্থান রয়্যালস।

রাজস্থানের হয়ে এই ম্যাচে সর্বোচ্চ রান করেন এভান লুইস। তাঁর রান হলো ২৪। যশস্বী জসওয়াল(১২),ডেভিড মিলার(১৫),রাহুল টিওয়াটিয়ারা(১২)দুই অঙ্কে নিজেদের রান নিয়ে গেলেও লজ্জা নিয়েই মাঠ ছাড়েন। অন্যান্য ব্যাটাররা দুই অঙ্কের স্কোরই সংগ্রহ করতে পারেননি।

রাজস্থানের দেওয়া ৯১ রানের লক্ষ্য মাত্রা তাড়া করতে নেমে ৮.২ ওভারেই জয় তুলে নিয়েছে মুম্বই ইন্ডিয়ানস। ব্যাট হাতে মুম্বইয়ের হয়ে এই ম্যাচে ডিনামাইটের মতো ফেটে পড়লেন ইশান কিশান। ৫ টি বাউন্ডারি এবং ৩ টি ওভার বাউন্ডারির মাধ্যমে ২৫ বলে ৫০* রানে অপরাজিত রয়েছেন তিনি। এছাড়াও রোহিত শর্মা ১৩ বলে ২২ রান এবং সূর্যকুমার যাদব ৮ বলে ১৩ রান করেন। ৫* রানে অপরাজিত রয়েছেন হার্দিক পান্ডিয়া।

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in