IPL 2021: পাঞ্জাবের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত মহেন্দ্র সিং ধোনির

ইন্ডিয়ান প্রিমিয়াম লীগ ২০২১-এর অষ্টম ম্যাচে আজ মহেন্দ্র সিং ধোনির চেন্নাইয়ের প্রতিপক্ষ লোকেশ রাহুলের পাঞ্জাব কিংস। হেড টু হেড লড়াইয়ে চেন্নাই জিতেছে ১৪ বার। যেখানে পাঞ্জাব জিতেছে ৯ বার।
IPL 2021: পাঞ্জাবের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত মহেন্দ্র সিং ধোনির
Published on

ইন্ডিয়ান প্রিমিয়াম লীগ ২০২১-এর অষ্টম ম্যাচে আজ মহেন্দ্র সিং ধোনির চেন্নাইয়ের প্রতিপক্ষ লোকেশ রাহুলের পাঞ্জাব কিংস। হেড টু হেড লড়াইয়ে চেন্নাই জিতেছে ১৪ বার। যেখানে পাঞ্জাব জিতেছে ৯ বার। কিন্তু এই পাঞ্জাব দল হলুদ ব্রিগেডের কড়া প্রতিপক্ষ। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে এই ম্যাচে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছেন চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

পাঞ্জাব কিংসের জার্সিতে আজ যে চার বিদেশী ক্রিকেটার মাঠে নেমেছেন, তারা হলেন ক্রিস গেইল, নিকোলাস পুরান, ঝে রিচার্ডসন এবং রিলে মেরেদিথ। অন্যদিকে মহেন্দ্র সিং ধোনির হলুদ বাহিনীর চার ওভার সীজ ক্রিকেটার হলেন ফাফ ডু প্লেসি, মঈন আলি, স্যাম কুরেন এবং ডোয়েন ব্র্যাভো।

চেন্নাই সুপার কিংসের প্রথম একাদশ:ঋতুরাজ গায়কোয়াড, ফাফ ডু প্লেসি, মঈন আলি, সুরেশ রায়না, অম্বতি রায়ডু, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), স্যাম কুরেন, রবীন্দ্র জাদেজা, ডোয়েন ব্র্যাভো, শার্দুল ঠাকুর, দীপক চাহার।

পাঞ্জাব কিংসের প্রথম একাদশ: লোকেশ রাহুল (অধিনায়ক), মায়াঙ্ক আগরওয়াল, ক্রিস গেইল, দীপক হুডা, নিকোলাস পুরান, শাহরুখ খান, ঝে রিচার্ডসন, মরুগান অশ্বিন, রিলে মেরেদিথ, মহম্মদ শামি, আর্শদীপ সিং।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in