

২০২৫ আইপিএল-র জন্য দল সাজাতে ব্যস্ত হয়ে উঠেছে ১০ ফ্রাঞ্চাইজি। কলকাতা নাইট রাইডার্সও নিজেদের ঘুঁটি সাজাচ্ছে। রিঙ্কু সহ ৬ জনকে রিটেন অর্থাৎ দলে রেখেছে কেকেআর।
গতকাল অর্থাৎ বৃহস্পতিবার আইপিএল-র রিটেনশন ছিল। তাতে ৫৫ লক্ষ দিয়ে কেনা রিঙ্কু সিংকে ১৩ কোটি দাম দিয়ে রেখে দিল কেকেআর ম্যানেজমেন্ট। রূপকথার গল্পের মতো বললেও যা কম হয়ে যায়। কলকাতা নাইট রাইডার্সের এই সিদ্ধান্তের পর সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে শাহরুখ খানের 'ওম শান্তি ওম' সিনেমার একটি সংলাপ লেখেন রিঙ্কু। লেখেন, "হামারি প্রেম কাহানি তো আভি ব্যস শুরু হুই হ্যা। পিকচার অভি বাকি হ্যা মেরে দোস্তো"।
শুধু রিঙ্কু সিং নন, কেকেআরের রিটেনশনের তালিকায় রয়েছেন আরও ৫ প্লেয়ার। সুনীল নারিনকে ১২ কোটি, আন্দ্রে রাসেলকে ১২ কোটি, বরুণ চক্রবর্তীকে ১২ কোটি, রমনদীপ সিং (আনক্যাপড) ৪ কোটি, হর্ষিত রানাকে (আনক্যাপড) ৪ কোটিতে রিটেনশন করেছে কেকেআর।
পাশাপাশি ৫ জন তারকা প্লেয়ারকে ছেড়ে দিয়েছে কলকাতা। সেই তালিকায় রয়েছে শ্রেয়স আইয়ার, মিচেল স্টার্ক, ফিল সল্ট, নীতিশ রানা এবং ভেঙ্কটেশ আইয়ার।
উল্লেখ্য, ১২০ কোটি টাকার মধ্যে কলকাতা নাইট রাইডার্সের খরচ হয়েছে ৬৯ কোটি টাকা। হাতে এখনও রয়েছে ৫১ কোটি টাকা।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন