IPL 2024: দলহীন ২১ তারকা! এবারের নিলামে কোন দল কত টাকা নিয়ে নামছে জানেন?

People's Reporter: আইপিএল নিলামের জন্য দলগুলির হাতে প্রচুর অর্থ রয়েছে। আরসিবির কাছে আছে ৪০ কোটি ৭৫ লক্ষ টাকা। সানরাইজার্স হায়দরাবাদের রয়েছে ৩৪ কোটি টাকা। কেকেআর-র কাছে আছে ৩২ কোটি ৭০ লক্ষ টাকা।
IPL 2024: দলহীন ২১ তারকা! এবারের নিলামে কোন দল কত টাকা নিয়ে নামছে জানেন?
ছবি - প্রতীকী

২০২৪ আইপিএলের আগে একের পর এক তারকা ক্রিকেটার দলহীন হয়ে পড়লেন। 'ট্রেডিং উইন্ডো'তে দেশি বিদেশি মিলিয়ে মোট ৮১ জন ক্রিকেটার বাদ পড়েছেন। যার মধ্যে ২৩ জন আবার নামি ক্রিকেটার। তাঁরা এখন কোন দলে যায় তা দেখার।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে প্লেয়ার ছেড়ে দেওয়া নতুন নয়। যে ২৩ জন তারকা ক্রিকেটার রয়েছেন তার মধ্যে ৬ জন ভারতীয় এবং ১৭ জন বিদেশি। ভারতীয়দের তালিকায় রয়েছেন, কুলদীপ যাদব, উমেশ যাদব, মনীশ পান্ডে, কেদার যাদব, অম্বতি রায়ডু এবং শার্দুল ঠাকুর।

বিদেশিদের মধ্যে, বেন স্টোকস, জো রুট, শাকিব আল হাসান, লিটন দাস, মুস্তাফিজুর রহমান, রিলি রুসো, জস হেজেলউড, ওয়েন পার্নেল, হ্যারি ব্রুক, টিম সাউদি, জেসন হোল্ডার, লকি ফার্গুসন, জোফ্রা আর্চার, ক্রিস জর্ডন, দাসুন শনাকা, ডেভিড উইলি এবং আদিল রশিদ। এঁদের মধ্যে বেন স্টোকস এবং জো রুট আইপিএল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন। বাকিদের কোন ফ্রাঞ্চাইজি কেনে তার জন্য আইপিএল নিলামের দিকে চোখ রাখতে হবে।

বেন স্টোকস এবং জো রুট না খেলায় ২১ জন তারকা ক্রিকেটারের আইপিএল-এ ভবিষ্যত এখন অনিশ্চিত হয়ে পড়েছে। এই ২১ তারকার মধ্যে ৬ জন ছিল কলকাতা নাইট রাইডার্সের প্লেয়ার। ২০১৪ সালে শেষ ট্রফি জিতেছিল কেকেআর। দীর্ঘ ১০ বছর ট্রফি খরা কাটাতে মেন্টর হিসেবে ফিরিয়ে আনা হয়েছে গৌতম গম্ভীরকে। ফলে দল গঠনেও চমক দেবে কেকেআর।

আইপিএল নিলামের জন্য দলগুলির হাতে প্রচুর অর্থ রয়েছে। এই তালিকায় প্রথম স্থানে আছে বিরাটের আরসিবি। তাদের কাছে আছে ৪০ কোটি ৭৫ লক্ষ টাকা। সানরাইজার্স হায়দরাবাদের রয়েছে ৩৪ কোটি টাকা। কেকেআর-র কাছে আছে ৩২ কোটি ৭০ লক্ষ টাকা, চেন্নাইয়ের কাছে রয়েছে ৩১ কোটি ৪০ লক্ষ টাকা। পাঞ্জাব কিংসের হাতে রয়েছে ২৯ কোটি ১০ লক্ষ। দিল্লি ক্যাপিটালসের আছে ২৮ কোটি ৯৫ লক্ষ টাকা। মুম্বইয়ের হাতে রয়েছে ১৫ কোটি ২৫ লক্ষ টাকা। রাজস্থান রয়্যালস নিলামে অংশগ্রহণ করবে ১৪ কোটি ৫০ লক্ষ টাকা নিয়ে। এছাড়া লখনউ সুপার জায়ান্টের হাতে আছে ১৩ কোটি ৯০ লক্ষ টাকা এবং সবথেকে কম পুঁজি নিয়ে নিলামে অংশগ্রহণ করবে গুজরাট। তাদের কাছে আছে ১৩ কোটি ৮৫ লক্ষ টাকা।

IPL 2024: দলহীন ২১ তারকা! এবারের নিলামে কোন দল কত টাকা নিয়ে নামছে জানেন?
IPL 2024: গুজরাট নয়, নিজের পুরনো দল মুম্বই ইন্ডিয়ান্সে ফিরছেন হার্দিক! জল্পনা তুঙ্গে
IPL 2024: দলহীন ২১ তারকা! এবারের নিলামে কোন দল কত টাকা নিয়ে নামছে জানেন?
Angel Di Maria: ২০২৪ কোপা আমেরিকাই শেষ! আর্জেন্টাইন জার্সিতে আর দেখা যাবে না ডি মারিয়াকে

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in