IPL 2023 : হায়দরাবাদের বিপক্ষে জোড়া ছক্কা হাঁকিয়ে T-20 তে বড় মাইলফলক স্পর্শ রাসেলের

সবধরনের টি-টোয়েন্টি মিলিয়ে তৃতীয় ক্রিকেটার হিসেবে ৬০০ টি ছক্কা হাঁকানোর নজির গড়লেন রাসেল। রাসেলের আগে এই নজির গড়েন দুই ক্রিকেটার।
আন্দ্রে রাসেল
আন্দ্রে রাসেলফাইল চিত্র

চলতি আইপিএলে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি কলকাতা নাইট রাইডার্সের ক্যারিবিয়ান তারকা আন্দ্রে রাসেল। বড় রানের ইনিংস দেখা যায়নি তাঁর ব্যাটে। গতকাল ১৫ বলে ২৪ রান করেন তিনি। এই স্বল্প ইনিংসেই রাসেল অবশ্য ছক্কা হাঁকান দু'টি। আর এই দুই ছক্কার সৌজন্যে টি-টোয়েন্টিতে এক বড় মাইলফলক স্পর্শ করলেন এই ক্যারিবিয়ান তারকা।

সবধরনের টি-টোয়েন্টি মিলিয়ে তৃতীয় ক্রিকেটার হিসেবে ৬০০ টি ছক্কা হাঁকানোর নজির গড়লেন রাসেল। রাসেলের আগে এই নজির গড়েন দুই ক্রিকেটার। ঘটনাক্রমে দুজনেই ক্যারিবিয়ান তারকা। একজন হলেন ক্রিস গেইল এবং অন্যজন কায়রন পোলার্ড।

সবধরনের টি-টোয়েন্টি মিলিয়ে ক্রিস গেইল মোট ১০৫৬ টি ওভার বাউন্ডারি মেরেছেন। এই তালিকায় দ্বিতীয় স্থানে থাকা কায়রন পোলার্ড ছক্কা মেরেছেন ৮১২ টি। ৬০০ টি ছক্কা মেরে তৃতীয় স্থানে এলেন রাসেল। রাসেলের পর এই তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন কিউই মহাতারকা ব্রেন্ডন ম্যাককুলাম। ম্যাককুলাম ছক্কা হাঁকিয়েছেন ৪৮৫ টি। পঞ্চম স্থানে রয়েছেন আর এক নিউজিল্যান্ডের খেলোয়াড় কলিন মুনরো। ৪৮০ টি ছক্কা মেরেছেন তিনি। এই তালিকায় প্রথম দশে থাকা একমাত্র ভারতীয় রোহিত শর্মা। ৪৭২ টি ছক্কা মেরে ষষ্ঠ স্থানে রয়েছেন রোহিত।

এছাড়াও টি-টোয়েন্টিতে চারশোটির বেশি ওভার বাউন্ডারি মেরেছেন আরও ৯ জন ক্রিকেটার। এনারা হলেন যথাক্রমে অস্ট্রেলিয়ার শেন ওয়াটসন (৪৬৭), অ্যারন ফিঞ্চ (৪৫২), দক্ষিণ আফ্রিকার এবি ডিভিলিয়ার্স (৪৩৬), ইংল্যান্ডের অ্যালেক্স হেলস (৪৩১), দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার (৪৩০), অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল (৪২৪), নিউজিল্যান্ডের মার্টিন গাপ্তিল (৪১৩), অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার (৪১২) এবং ইংল্যান্ডের জস বাটলার (৪১১)।

আন্দ্রে রাসেল
হ্যামস্ট্রিং-এ চোট, চলতি IPL থেকে ছিটকে গেলেন রাহুল, অনিশ্চিত টেস্ট চ্যাম্পিয়নশীপ ফাইনালেও!

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in