

চলতি আইপিএলে ঝড় বইছে ওভার বাউন্ডারির। এখনও পর্যন্ত খেলা হয়ে গিয়েছে লীগ পর্যায়ের ৩৩ টি ম্যাচ। দেখে নেওয়া যাক আইপিএল ২০২৩ - এ ছক্কা হাঁকানোর নিরিখে শীর্ষ পাঁচে রয়েছেন কোন খেলোয়াড়েরা।
১. ফাফ ডু প্লেসি : ব্যাট হাতে ভুরি ভুরি রান করে চলেছেন রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক ফাফ ডু প্লেসি। ৭ ম্যাচে ৪০৫ রান করে কমলা টুপির মালিক তিনি। পাশাপাশি এখনও পর্যন্ত চলতি আইপিএলে সবচেয়ে বেশি ছক্কাও হাঁকিয়েছেন এই প্রোটিয়া তারকা। ৭ ম্যাচে ২৫ টি ছক্কা মেরেছেন তিনি।
২. গ্লেন ম্যাক্সওয়েল : চলতি আইপিএলে ছক্কা মারার নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছেন আর এক আরসিবি তারকা গ্লেন ম্যাক্সওয়েল। অজি অলরাউন্ডার ৭ ম্যাচে ২৩ টি ছক্কা হাঁকিয়েছেন। ব্যাট হাতে রান করেছেন ২৫৩।
৩. রিঙ্কু সিং : গুজরাটের বিপক্ষে এক ওভারে পাঁচ ছক্কা হাঁকানো রিঙ্কু সিং চলতি আইপিএলে এখনও পর্যন্ত ১৭ টি ছক্কা হাঁকিয়েছেন। কলকাতা নাইট রাইডার্স ব্যর্থ হলেও রিঙ্কুর পারফর্ম্যান্স প্রশংসিত হচ্ছে ক্রিকেট মহলে।
৪. রুতুরাজ গায়কোয়াড : রিঙ্কুর সমান ১৭ টি ছক্কা হাঁকিয়ে চার নম্বরে রয়েছেন রুতুরাজ গায়কোয়াড। চেন্নাইয়ের হয়ে সাত ম্যাচে ২৭০ রান করেছেন রুতুরাজ। কমলা টুপির লড়াইয়ে তিনি রয়েছেন পঞ্চম স্থানে।
৫. কাইল মেয়ার্স ও ভেঙ্কটেশ আইয়ার: লখনউ সুপার জায়ান্টসের ওপেনার ব্যাটার এখনও পর্যন্ত ১৬ টি ছক্কা মেরেছেন এই আইপিএলে। অন্যদিকে কলকাতা নাইট রাইডার্সের বাঁ হাতি ব্যাটার ভেঙ্কটেশ আইয়ারও মেরেছেন ১৬ টি ওভার বাউন্ডারি।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন