IPL 2022: গুজরাটকে প্রথম হারের মুখ দেখালো সানরাইজার্স হায়দরাবাদ

প্রথম দুই ম্যাচে হার দিয়ে অভিযান শুরু করলেও শেষ দুই ম্যাচে বড় জয় নিয়ে খেলায় ফিরেছে সানরাইজার্স হায়দরাবাদ। চলতি আইপিএলে গুজরাট টাইটানসকে প্রথম হারের মুখ দেখালো হায়দরাবাদ।
সানরাইজার্স হায়দরাবাদ
সানরাইজার্স হায়দরাবাদছবি IPL-এর ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে

চলতি আইপিএলে গুজরাট টাইটানসকে প্রথম হারের মুখ দেখালো সানরাইজার্স হায়দরাবাদ। প্রথম দুই ম্যাচে হার দিয়ে অভিযান শুরু করলেও শেষ দুই ম্যাচে বড় জয় নিয়ে খেলায় ফিরেছে সানরাইজার্স। ডিওয়াই পাটিল স্পোর্টস অ্যাকাডেমিতে সোমবার টানা তিন ম্যাচ জিতে খেলতে নামা গুজরাটের বিরুদ্ধে ৮ উইকেটে বড় জয় তুলে নিয়েছেন উইলিয়ামসনরা। হার্দিকদের দেওয়া ১৬৩ রানের লক্ষ্য মাত্রা ৫ বল হাতে রেখেই অতিক্রম করে নিজামের শহর।

গুজরাটের হয়ে এদিন ম্যাচে অধিনায়ক হার্দিক পান্ডিয়া এবং অভিনভ মনোহর ছাড়া কোনো ব্যাটারই নির্ভরযোগ্য ইনিংস খেলতে পারেননি। হার্দিক ৪২ বলে ৫০* রান করে অপরাজিত থাকেন এবং অভিনভের ব্যাটে আসে ৩৫ রান। ম্যাথু ওয়েড(১৯), শুবমন গিল(৭), সাই সুদর্শন(১১), ডেভিড মিলারদের(১২) কেউই বড় ইনিংস খেলতে পারেননি। হার্দিকের সৌজন্যেই নির্ধারিত ২০ ওভারে সম্মানজনক জায়গায় পৌঁছে যায় দল। ৭ উইকেট হারিয়ে ১৬২ রান সংগ্রহ করে গুজরাট।

হায়দরাবাদের হয়ে এই ম্যাচে দুটি করে উইকেট নেন ভুবনেশ্বর কুমার এবং টি নটরাজন। এছাড়া মার্কো জানসেন এবং উমরান মালিক শিকার করেন একটি করে উইকেট।

গুজরাটের দেওয়া ১৬৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা জমজমাট করেন কেন উইলিয়ামসন এবং অভিষেক শর্মা। প্রথম উইকেটে এই ওপেনিং জুটি ৬৪ রান যোগ করেন। ৩২ বলে ৪২ রানের গুরুত্বপূর্ণ এক ইনিংস খেলে রশিদ খানের শিকার হয়ে ফিরে যান অভিষেক। রাহুল ত্রিপাঠী ১১ বলে ১৭* রান করে আহত হয়ে মাঠ ছাড়লেও অধিনায়ক কেন উইলিয়ামসন দাঁড়িয়ে ছিলেন। ২ টি বাউন্ডারি এবং ৪ টি ওভার বাউন্ডারির মাধ্যমে ৪৬ বলে ৫৭ রান করেন তিনি।

দলগত স্কোর ১২৯ রানের মাথায় হার্দিক পান্ডিয়ার শিকার হয়ে ফেরেন উইলিয়ামসন। তবে এরপর আর ফিরে তাকাতে হয়নি। নিকোলাস পুরান ১৮ বলে ৩৪* রানে অপরাজিত থেকে দলকে সহজ জয় এনে দেন। সেইসঙ্গে ৮ বলে ১২* রানে অপরাজিত থাকেন এইডেন মার্করাম।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in