IPL 2022: অনবদ্য ঋদ্ধি, চেন্নাইকে হারিয়ে শীর্ষস্থান আরও মজবুত করলো গুজরাট টাইটানস

প্লে অফ থেকে অনেক আগেই ছিটকে যাওয়া মহেন্দ্র সিং ধোনিদের নিয়মরক্ষার ম্যাচে ৭ উইকেটে সহজ জয় তুলে নিয়েছে গুজরাট। ওয়াংখেড়েতে ৫৭ বলে অপরাজিত ৬৭* রানের অনবদ্য ইনিংস উপহার দিয়েছেন ঋদ্ধিমান সাহা।
গুজরাট টাইটানস বনাম চেন্নাই সুপার কিংস
গুজরাট টাইটানস বনাম চেন্নাই সুপার কিংসছবি সৌজন্যে গুজরাট টাইটানস ট্যুইটার হ্যান্ডেল
Published on

প্লে অফ আগেই নিশ্চিত হয়ে গিয়েছে গুজরাট টাইটানসের। রবিবার চেন্নাই সুপার কিংসকে আরও একটি হারের ধাক্কা এনে দিয়ে শীর্ষস্থান আরও মজবুত করে ফেলেছে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন দলটি। প্লে অফ থেকে অনেক আগেই ছিটকে যাওয়া মহেন্দ্র সিং ধোনিদের নিয়মরক্ষার ম্যাচে ৭ উইকেটে সহজ জয় তুলে নিয়েছে গুজরাট। ওয়াংখেড়েতে ৫৭ বলে অপরাজিত ৬৭* রানের অনবদ্য ইনিংস উপহার দিয়েছেন ঋদ্ধিমান সাহা।

রবিবাসরীয় ডবল হেডারের প্রথম ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় চেন্নাই সুপার কিংস। প্রথম দফায় ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৩৩ রান সংগ্রহ করে ধোনির দল। মহম্মদ শামিদের নিয়ন্ত্রিত বোলিংএর সামনে হাত খুলে খেলতে ব্যর্থ হয় হলুদ বাহিনী।

চেন্নাইয়ের হয়ে এই ম্যাচে একটি মাত্র অর্ধশতরান এসেছে রুতুরাজ গায়কওয়াড়ের ব্যাটে। ৪৯ বলে ৫৩ রান করেছেন রুতু। ৩৩ বলে ৩৯ রানের উল্লেখযোগ্য ইনিংস খেলেন এন জগদীশন। এছাড়া অন্য ব্যাটাররা চূড়ান্ত ব্যর্থ হন। ডেভন কনওয়ে ৯ বলে ৫ রান করেন। মঈন আলির ব্যাটে আসে ১৭ বলে ২১ রান। শিবম দুবে রানের খাতাই খুলতে পারেননি, আর মহেন্দ্র সিং ধোনি ১০ বল খেলে মাত্র ৭ রান করেই সাজঘরে ফেরেন।

গুজরাটের হয়ে এই ম্যাচে বল হাতে আগুন ঝরালেন মহম্মদ শামি। ৪ ওভারে মাত্র ১৯ রান খরচ করে তুলে নিয়েছেন জোড়া উইকেট। এছাড়া একটি করে উইকেট নিয়েছেন রশিদ খান, আলজারি জোসেফ এবং সাই কিশোর।

চেন্নাইয়ের দেওয়া ১৩৪ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে খুব সহজেই জয় হাসিল করে গুজরাট। শুবমন গিল(১৮), ম্যাথু ওয়েডরা(২০) বড় ইনিংস খেলতে না পারলেও ঋদ্ধিমান সাহার অপরাজিত ৬৭* রানের ইনিংস গুজরাটকে সহজ জয় এনে দেয়। ২০ বলে ১৫* রান করে দলের জয়ে অবদান রাখেন ডেভিড মিলারও।

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in