রোহিত শর্মা
রোহিত শর্মা

IPL 2022: শূন্য রানে ফিরে আইপিএলের ইতিহাসে এক লজ্জার নজির মুম্বই অধিনায়ক রোহিত শর্মার

চেন্নাই সুপার কিংসের বিপক্ষে রানের খাতা না খুলেই ফিরে গিয়েছেন রোহিত। এর ফলে আইপিএলের ইতিহাসে এক লজ্জার নজির গড়ে ফেললেন তিনি। এখনও পর্যন্ত আইপিএলে মোট ১৪ বার শূন্য রানে আউট হলেন তিনি।
Published on

খারাপ ফর্ম কিছুতেই পিছু ছাড়ছে না মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মার। আজ আইপিএলের ৩৩ তম ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে রানের খাতা না খুলেই ফিরে গিয়েছেন রোহিত। এর ফলে আইপিএলের ইতিহাসে এক লজ্জার নজির গড়ে ফেললেন তিনি। এখনও পর্যন্ত আইপিএলে মোট ১৪ বার শূন্য রানে আউট হলেন তিনি। এই খারাপ রেকর্ড আর অন্য কোনো ক্রিকেটারের নেই।

বৃহস্পতিবার প্রথম ওভারে মুকেশ চৌধুরীর দ্বিতীয় বলেই কিউই অলরাউন্ডার মিচেল স্যান্টানারের হাতে ক্যাচ দিয়ে ডাক আউটে ফিরে যান রোহিত। আইপিএলে পিযূষ চাওলা, হরভজন সিং, পার্থিব প্যাটেল, মনদীপ সিং, অম্বতি রায়ডুদের ১৩ বার ডাকে আউট হওয়ার রেকর্ডকে ছাড়িয়ে যান ভারত অধিনায়ক।

ডিওয়াই পাটিল স্পোর্টস অ্যাকাডেমিতে এদিন শুরুতেই দেওয়ালে পিঠ ঠেকে যায় মুম্বই ইন্ডিয়ান্সের। রোহিত শর্মা শূন্য রানে আউট হওয়ার পরে ইশান কিষাণকে শূন্য রানে ক্লিন বোল্ড করেন মুকেশ। এরপর ডেওয়াল্ড ব্রেভিস মাত্র ৪ রান করে মুকেশ চৌধুরীর বলে সাজঘরে ফেরেন। শুরুতেই মুম্বইয়ের টপ অর্ডারকে একা হাতেই গুঁড়িয়ে দেন মুকেশ।

মিডিল অর্ডারে সূর্যকুমার যাদব(৩২), তিলক ভার্মা(৫১*), হৃত্তিক শোকেনের(২৫) মূল্যবান ইনিংসে ভর করে সম্মানজনক জায়গায় গিয়েছে মুম্বই। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে রবীন্দ্র জাদেজাদের বিপক্ষে ১৫৫ রান স্কোর বোর্ডে খোদাই করেছে তারা।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in