IPL 2022: বড় ধাক্কা নাইট শিবিরে, প্রথম পাঁচ ম্যাচে থাকছেন না দুই অজি তারকা

৫ এপ্রিল পাকিস্তান সফর শেষ হবে অস্ট্রেলিয়ার। নাইটদের পঞ্চম ম্যাচ রয়েছে ১০ এপ্রিল। পাকিস্তান সফর শেষ করে এসে কয়েকদিন নিভৃতবাসে কাটাতে হবে অজি তারকাদের।
অনুশীলনের ফাঁকে শ্রেয়স আইয়ার এবং অজিঙ্ক রাহানে
অনুশীলনের ফাঁকে শ্রেয়স আইয়ার এবং অজিঙ্ক রাহানেছবি কলকাতা নাইট রাইডার্স ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে

আর হাতে গোনা মাত্র কয়েক দিন। ২৬ মার্চ কলকাতা নাইট রাইডার্স বনাম চেন্নাই সুপার কিংসের মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠছে আইপিএল ২০২২-এর। তার আগেই বড় ধাক্কা নাইট শিবিরে। এক ম্যাচ বা দুই ম্যাচ নয়, প্রথম পাঁচ ম্যাচে নাইটরা পাচ্ছে না দলের দুই অজি তারকা প্যাট কামিন্স ও অ্যারন ফিঞ্চকে।

বুধবার কলকাতা নাইট রাইডার্সের মেন্টর, প্রাক্তন অজি ক্রিকেটার ডেভিড হাসি সাংবাদিক সম্মেলনে ফিঞ্চ ও কামিন্সের প্রথম পাঁচ ম্যাচে না খেলার বিষয়ে জানান। এই মুহূর্তে পাকিস্তান সফরে রয়েছে অস্ট্রেলিয়া। তিনটি টেস্ট, তিনটি ওডিআই এবং একটি টি-টোয়েন্টি ম্যাচের পূর্ণাঙ্গ সিরিজ খেলবে তারা। ৫ এপ্রিল পাকিস্তান সফর শেষ হবে অস্ট্রেলিয়ার। নাইটদের পঞ্চম ম্যাচ রয়েছে ১০ এপ্রিল। পাকিস্তান সফর শেষ করে এসে কয়েকদিন নিভৃতবাসে কাটাতে হবে কামিন্স ও ফিঞ্চকে। এরপরেই দলে যোগ দিতে পারবেন তাঁরা।

নাইটদের মেন্টর হাসি সাংবাদিক সম্মেলনে বলেন, "কামিন্স-ফিঞ্চকে না পাওয়া নিঃসন্দেহে বড় চিন্তার বিষয়। একটা টিম চায় তাদের সেরা খেলোয়াড়দের পেতে। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটের কথাও মাথায় রাখতে হবে। প্রতিটি ক্রিকেটারই দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে চায়। যার প্রতি তারা দায়বদ্ধ। আমার মনে হয় কামিন্স-ফিঞ্চ কেকেআরের হয়ে প্রথম পাঁচটি ম্যাচ খেলতে পারবে না। কিন্তু ওরা ফিট হয়েই এবং প্রস্তুত হয়েই নামবে মাঠে। একবার ওরা মাঠে নামলে ড্রেসিংরুমের সঙ্গে একদম খাপ খাইয়ে নেবে।"

প্রথম পাঁচ ম্যাচ কামিন্স ও ফিঞ্চ না থাকায় এই দুই অজি তারকাকে ছাড়াই চেন্নাই সুপার কিংস(২৬ শে মার্চ), রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর(৩০ শে মার্চ), পাঞ্জাব কিংস(১ লা এপ্রিল), মুম্বই ইন্ডিয়ান্স(৬ ই এপ্রিল), দিল্লি কাপিটালস(১০) ম্যাচে মাঠে নামবেন শ্রেয়স আইয়াররা।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in