IPL 2022: যুবরাজ সিংয়ের পর দ্বিতীয় ভারতীয় হিসেবে নিলামে দামের নজির গড়লেন ইশান কিষাণ

মুম্বই ইন্ডিয়ান্স, গুজরাট টাইটানস, পঞ্জাব কিংস, সানরাইজার্স হায়দরাবাদের মধ্যে দীর্ঘ লড়াই চলেছিলো ইশানকে নিয়ে। অবশেষে দু কোটি টাকা বেস প্রাইসের ইশান পেলেন ১৫.২৫ কোটি টাকা।
ইশান কিষাণ
ইশান কিষাণফাইল ছবি সংগৃহীত
Published on

যুবরাজ সিং-এর পর দ্বিতীয় ভারতীয় হিসেবে নিলামের সবচেয়ে দামী খেলোয়াড় হয়ে গেলেন ইশান কিষাণ। মুম্বইকে তাদের ঘরের ছেলেকে ফেরাতে খরচ করতে হয়েছে ১৫ কোটি ২৫ লক্ষ টাকা। মুম্বই ইন্ডিয়ান্স, গুজরাট টাইটানস, পঞ্জাব কিংস, সানরাইজার্স হায়দরাবাদের মধ্যে দীর্ঘ লড়াই চলেছিলো ইশানকে নিয়ে। অবশেষে দু কোটি টাকা বেস প্রাইসের ইশান পেলেন ১৫.২৫ কোটি টাকা।

যুবরাজ সিং-এর পর দ্বিতীয় ভারতীয় হিসেবে নিলামে এতো দাম উঠলো ইশানের জন্য। ২০১৫ সালে ভারতের প্রাক্তন অলরাউন্ডার যুবরাজ সিংকে ১৬ কোটি টাকা দিয়ে কিনেছিলেন তৎকালীন দিল্লি ডেয়ার ডেভিলস। আবারও কোনো ভারতীয়র দাম আইপিএলের নিলামে ১৫ কোটি ছাড়ালো।

উল্লেখ্য, আইপিএল নিলামে দামী প্লেয়ারদের তালিকায় চতুর্থ স্থানে উঠে এসেছে ইশান। শীর্ষে রয়েছেন প্রোটিয়া অলরাউন্ডার ক্রিস মরিস। ১৬.২৫ কোটি টাকা দিয়ে মরিসকে কিনেছিলো রাজস্থান রয়্যালস। দ্বিতীয় স্থানে রয়েছেন যুবরাজ। দিল্লি ডেয়ার ডেভিলস ১৬ কোটিতে কিনেছিলো যুবিকে।তৃতীয় স্থানে রয়েছেন প্যাট কামিন্স।অজি পেসারের জন্য ১৫.৫০ কোটি টাকা খরচ করেছিলো কলকাতা নাইট রাইডার্স। চতুর্থ স্থানে এলেন ইশান কিষাণ।

মেগা নিলামে বিরাট অঙ্কের এই দাম পাওয়ার পর ইশান বলেছেন, "আবার মুম্বইতে ফিরতে পেরে আমি খুব খুশি। পরিবারের সদস্যের মতোই সকলে আমার সঙ্গে আচরণ করে। আমি আশা করবো, সেই দলের হয়ে নিজের সেরাটা উজাড় করে দিতে।"

ইশান কিষাণ
FIFA RANKINGS: শীর্ষে বেলজিয়াম, চারে উঠে এলো আর্জেন্টিনা, ভারত কত নম্বরে?

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in