IPL 2022: ব্যাটে শুবমন, বলে ফার্গুসন, দিল্লিকে নাস্তানাবুদ করে টানা দ্বিতীয় জয় গুজরাটের

গুজরাটের ৬ উইকেটে ১৭১ রানের জবাবে ব্যাট করতে নেমে ফার্গুসনের দাপটে নাস্তানাবুদ হয়ে পড়ে দিল্লি। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৭ রানই সংগ্রহ করে তারা।
গুজরাট টাইটানস
গুজরাট টাইটানসছবি IPL-এর ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে

ব্যাট হাতে শুভমন গিলের পর বল হাতে গুজরাট টাইটানসের হয়ে আগুন ঝরালেন লকি ফার্গুসন। গুজরাটের ৬ উইকেটে ১৭১ রানের জবাবে ব্যাট করতে নেমে ফার্গুসনের দাপটে নাস্তানাবুদ হয়ে পড়ে দিল্লি। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৭ রানই সংগ্রহ করে তারা। ১৪ রানে ম্যাচ জিতে টানা দ্বিতীয় জয়ের স্বাদ পেলো হার্দিক পান্ডিয়ার দল। অন্যদিকে দ্বিতীয় ম্যাচে এসেই চলতি মরশুমে নিজেদের প্রথম হারের স্বাদ পেলো দিল্লি।

মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে এদিন ঝলসে ওঠে কেকেআরের প্রাক্তন তারকা শুভমন গিলের ব্যাট। ৬ টি বাউন্ডারি এবং ৪ টি ওভার বাউন্ডারির মাধ্যমে ৪৬ বলে ৮৪ রানের অনবদ্য এক ইনিংস উপহার দেন তিনি। এছাড়া অধিনায়ক হার্দিক পান্ডিয়া ২৭ বলে ৩১ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। ডেভিড মিলার অপরাজিত থাকেন ২০* রানে। সবমিলিয়ে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭১ রান সংগ্রহ করে গুজরাট।

দিল্লির হয়ে এদিন ৪ ওভারে মাত্র ২৩ রান দিয়ে ৩ টি উইকেট তুলে নিয়েছেন মুস্তাফিজুর রহমান। ৪ ওভারে ৩৪ রান দিয়েছেন খালিল আহমেদ। এছাড়াও একটি উইকেট এসেছে কুলদীপের খাতায়।

গুজরাটের দেওয়া ১৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ভরাডুবির মধ্যে পড়ে দিল্লি। লকি ফার্গুসন একা হাতেই গুঁড়িয়ে দেন দিল্লির টপ অর্ডারকে। পৃথ্বী শ মাত্র ১০ রান করেই ফার্গুসনের শিকার হন। মনদীপ সিংকে ফার্গুসন ফেরায় তাঁর ব্যক্তিগত ১৮ রানে। টিম শেফার্ট মাত্র ৩ রান করে হার্দিকের উইকেটে পরিণত হন।

দিল্লির হয়ে একা লড়াই চালিয়ে গিয়েছিলেন ঋষভ পান্ত। তবে ঋষভ ২৯ বলে ৪৩ রান করে ফিরে যান ফার্গুসনের শিকার হয়ে। এছাড়া আর কোনো ক্যাপিটালসের ব্যাটার দাঁড়াতে পারেনি। ললিত যাদব ২৫ রান করে রান আউট হয়ে ফিরে যান। রোভমেন পাওয়েল করেন ২০ রান। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৭ রানেই শেষ হয় ঋষভদের ইনিংস।

গুজরাটের হয়ে এই ম্যাচে ৪ ওভারে মাত্র ২৪ রান খরচ করে ৪ টি মহামূল্যবান উইকেট নিয়েছেন লকি ফার্গুসন। এছাড়াও জোড়া উইকেট নিয়েছেন মহম্মদ শামি এবং একটি করে উইকেট নিয়েছেন হার্দিক পান্ডিয়া ও রশিদ খান।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in