IPL 2022 : ব্যর্থ ব্রেভিস-সূর্যের লড়াই, পাঁচ বারের খেতাব জয়ী মুম্বই টানা পাঁচ ম্যাচ পরাজিত

আইপিএলের সবচেয়ে সফলতম দল মুম্বই ইন্ডিয়ানস যেনো জিততেই ভুলে গিয়েছে। পাঁচ বারের খেতাব জয়ী দল চলতি আইপিএলের প্রথম পাঁচ ম্যাচেই হারের মুখ দেখলো।
মুম্বই ইন্ডিয়ানস বনাম পাঞ্জাব কিংস
মুম্বই ইন্ডিয়ানস বনাম পাঞ্জাব কিংসছবি সৌজন্যে IPL-র টুইটার হ্যান্ডেল
Published on

আইপিএলের সবচেয়ে সফলতম দল মুম্বই ইন্ডিয়ানস যেনো জিততেই ভুলে গিয়েছে। পাঁচ বারের খেতাব জয়ী দল চলতি আইপিএলের প্রথম পাঁচ ম্যাচেই হারের মুখ দেখলো। পাঞ্জাবের বিপক্ষে এদিন জয়ের দোরগোড়ায় গিয়েও জয় অর্জন করতে পারলো না মুম্বই। কিংসের দেওয়া ১৯৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৯ উইকেট হারিয়ে ১৮৬ রানেই আটকে গিয়েছে তারা। আর্শদীপ, রাবাডার নিয়ন্ত্রিত বোলিংএর সৌজন্যে ১২ রানে জয় অর্জন করেছেন মায়াঙ্ক আগরওয়াল এন্ড কোং।

মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টসে হেরে প্রথম দফায় ব্যাট করতে নেমে শুরুটা দুরন্ত করেন পাঞ্জাব কিংসের দুই ওপেনার মায়াঙ্ক আগরওয়াল এবং শিখর ধাওয়ান। প্রথম উইকেটে এই জুটি ৯৭ রান দলের স্কোর বোর্ডে যোগ করেন। অধিনায়ক মায়াঙ্ক আগরওয়াল ৩২ বলে ৫২ রানের এক অনবদ্য ইনিংস খেলে ফিরে যান মরুগান অশ্বিনের শিকার হয়ে। অপর ওপেনার শিখর ধাওয়ান খেলেন আরও বড় রানের ইনিংস। ৫০ বলে ৭০ রান করেন গব্বর। তাঁর ইনিংসে রয়েছে ৫ টি বাউন্ডারি এবং ৩ টি ওভার বাউন্ডারি।

মিডিল অর্ডারে জনি বেয়ারিস্টো(১২), এবং লেম লিভিংস্টোনের(২) ব্যাট এদিন না চললেও জিতেশ শর্মার ১৫ বলে অপরাজিত ৩০* রানের মহামূল্যবান ইনিংসের সৌজন্যে নির্ধারিত ২০ ওভারে ১৯৯ রানের বড় টার্গেট মুম্বইয়ের সামনে রাখে পাঞ্জাব। শাহরুখ খানও ৬ বলে গুরুত্বপূর্ণ ১৫ রান করেন।

দ্বিতীয় দফায় রান তাড়া করতে নেমে এদিন ঝড়ো শুরু করেন রোহিত শর্মা। তবে বড় ইনিংস খেলার আগেই রোহিতকে(২৮) ফিরিয়ে দেন কাগিসো রাবাডা। ইশান কিষাণ এরপরেই মাত্র তিন রান করে ফিরে যান। দ্রুত জোড়া উইকেট হারালেও ঝড়ের গতিতে রান তুলে মুম্বইকে এগিয়ে নিয়ে যেতে থাকেন প্রোটিয়া কিংবদন্তী এবি ডিভিলিয়ার্সের শিষ্য ডেওয়াল্ড ব্রেভিস। বেবি এবি ২৫ বলে ৪৯ রানের এক ঝকঝকে ইনিংস খেলে দলকে এগিয়ে দেন। সেইসঙ্গে ২০ বলে ৩৬ রান করে রানের গতি বজায় রেখেছিলেন তিলক বর্মা।

কিন্তু ডেথ ওভারে পাঞ্জাব কিংসের খুরধার বোলিংএর সামনে জয়ের দোরগোড়ায় থেকেও জয় ফেলে আসতে হয়েছে মুম্বইকে। কায়রন পোলার্ড ১১ বলে ১০ রান করে ফিরে যান। শেষ ভরসা সূর্যকুমার যাদব কার্যত একা হাতেই দলকে জয়ের স্বপ্ন দেখাতে থাকেন। কিন্তু মোক্ষম সময়ে সূর্যকে ফিরিয়ে মুম্বই শিবিরে হতাশা এনে দেন কাগিসো রাবাডা। ৩০ বলে ৪৩ রান করেন সূর্যকুমার যাদব। সবমিলিয়ে ৯ উইকেট হারিয়ে ১৮৬ রানেই থেমে যায় রোহিত শর্মারা।

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in