IPL 2022: শেষ মুহূর্তে বদলে গেলো ফাইনালের সময়, কখন হবে ম্যাচ শুরু?

শেষ মুহূর্তে বদলে গেলো আইপিএল-২০২২ ফাইনালের সময়সূচী। পূর্ব নির্ধারিত সূচী অনুযায়ী ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট থেকে। তার পরিবর্তে আমেদাবাদে ফাইনাল শুরু হবে রাত আটটা থেকে।
শেষ মুহূর্তে বদলে গেলো আইপিএল-২০২২ ফাইনালের সময়সূচী
শেষ মুহূর্তে বদলে গেলো আইপিএল-২০২২ ফাইনালের সময়সূচীফাইল ছবি সংগৃহীত

শেষ মুহূর্তে বদলে গেলো আইপিএল-২০২২ ফাইনালের সময়সূচী। পূর্ব নির্ধারিত সূচী অনুযায়ী ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট থেকে। তার পরিবর্তে আমেদাবাদে ফাইনাল শুরু হবে রাত আটটা থেকে। মেগা ফাইনালের যুদ্ধ বাইশ গজে শুরু হওয়ার আগে জাঁকজমকপূর্ণ সমাপ্তি অনুষ্ঠান আয়োজিত হবে। তাই শেষ মুহূর্তে সময়সূচী পরিবর্তন করেছে বিসিসিআই।

পূর্বে আইপিএলের জাঁকজমকপূর্ণ উদ্বোধনী এবং সমাপ্তি অনুষ্ঠান ছিলো মনোরঞ্জনের বিশেষ এক অংশ। বলিউডের অভিনেতা, অভিনেত্রীরা পারফরম্যান্সের মাধ্যমে আইপিএলের জৌলুস বাড়াতেন। করোনার আবহে গত বছরও কোনও উদ্বোধনী ও সমাপ্তি অনুষ্ঠান আয়োজন করা হয়নি। এবারও উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা যায়নি। তবে পুরোনো জৌলুস ফিরিয়ে আনার জন্য সমাপ্তি অনুষ্ঠানের আয়োজন করতে চলেছে বিসিসিআই।

বর্তমানে আইপিএলের রাতের ম্যাচ গুলি শুরু হয় সন্ধ্যা সাড়ে সাতটা থেকে এবং ডবল হেডারের প্রথম ম্যাচ বিকেল সাড়ে তিনটে থেকে। কিন্তু আগে এই সূচী ছিলো না। রাতের ম্যাচ আয়োজন হতো রাত আট'টায় এবং বিকালের ম্যাচ চারটা থেকে। পরে এই নিয়মে বদল নিয়ে আসা হয়। তবে এই মরশুমে ফাইনাল শুরু হবে সেই আটটা থেকেই।

বিসিসিআই সূত্রে খবর, ৬ টা ৩০ মিনিটে শুরু হবে আইপিএলের সমাপ্তি অনুষ্ঠান। ৫০ মিনিট ধরে এই জমকালো অনুষ্ঠান চলবে। ৭ টা ২০ তে শেষ হবে। ঠিক ৭ টা ৩০ মিনিটে টস হবে এবং ৮ টার সময় আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে খেতাব জয়ের লড়াইয়ে মাঠে নামবে ফাইনালিস্টরা।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in