IPL 2021: কে কে আর শিবিরে জোর ধাক্কা, বাকি খেলায় অংশ নেবেন না প্যাট কামিন্স

সিডনি মর্নিং হেরাল্ডের এক প্রতিবেদনে বলা হয়েছে, "কামিন্সের মাল্টিমিলিয়ন ডলারের আইপিএল চুক্তি থাকলেও তিনি ইতিমধ্যেই জানিয়েছেন যে, এবছর আর টি-২০ লিগ খেলতে ফিরবেন না।"
প্যাট কামিন্স
প্যাট কামিন্সফাইল ছবি সংগৃহীত

কেকেআর শিবিরে বড় ধাক্কা। সংযুক্ত আরব আমিরশাহীতে স্থগিত আইপিএলের বাকি অংশে নাইটরা পাবেনা তাদের তারকা পেসার প্যাট কামিন্সকে। 'সিডনি মর্নিং হেরাল্ড'-এর তরফ থেকে এমনটাই জানানো হয়েছে। তবে ঠিক কী কারণে কামিন্স খেলবেন না সে বিষয়ে খোলসা করে কিছু বলা হয়নি।

সিডনি মর্নিং হেরাল্ডের এক প্রতিবেদনে বলা হয়েছে, "কামিন্সের মাল্টিমিলিয়ন ডলারের আইপিএল চুক্তি থাকলেও তিনি ইতিমধ্যেই জানিয়েছেন যে, এবছর আর টি-২০ লিগ খেলতে ফিরবেন না।"

অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিত হতে চলেছে টি টোয়েন্টি বিশ্বকাপ। তাই ক্রিকেট অস্ট্রেলিয়ার কাজের চাপ রয়েছে সেই সঙ্গে তাদের জৈব সুরক্ষা বলয়ের দিকেও নজর রাখতে হবে। করোনা পরিস্থিতিতে ভ্রমণ বিধিনিষেধের কারণে ভারত থেকে মালদ্বীপে গিয়ে কোয়ারেন্টাইন পর্ব কাটিয়ে অস্ট্রেলিয়া ফিরতে হয়েছিলো ক্রিকেটারদের। টি টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে অন্যান্য অজি ক্রিকেটাররা ইউএইতে আইপিএল খেলবে কিনা সে বিষয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

এবারের আইপিএলে বলের পাশাপাশি ব্যাট হাতেও নাইটদের ভরসা জোগাচ্ছিলেন কামিন্স। স্থগিত হওয়ার আগে সাত ম্যাচে কামিন্স ৯ টি উইকেট তুলে নেন এবং রান করেন ৯৩। যার মধ্যে ৩৪ বলে অপরাজিত ৬৬* রানের ইনিংস খেলে প্রশংসা কুড়িয়েছিলেন তিনি।

ফ্র্যাঞ্চাইজি গুলিতে করোনা থাবা বসানোর পর ৪ ই মে শেষ আইপিএল ম্যাচ অনুষ্ঠিত হয়। এরপরেই স্থগিত রাখা হয় ইন্ডিয়ান ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় গেম শোকে। তবে এবার অবশিষ্ট ৩১ টি ম্যাচের আয়োজন নিয়ে স্পষ্ট জানিয়ে দিয়েছে বিসিসিআই। গতবারের আইপিএলও অনুষ্ঠিত হয়েছিলো মরুদেশে।সেবারের সাফল্যের কথা মাথায় রেখে ১৪ তম সংস্করণের বাকি ম্যাচ গুলি ইউএইতেই অনুষ্ঠিত করা হবে।

বোর্ডের তরফ থেকে অবশ্য জানানো হয়েছে, ইউএইতে ম্যাচ সরিয়ে নিয়ে যাওয়ার কারণ করোনা ভাইরাস নয়। তার কারণ হলো বৃষ্টি। সেপ্টেম্বর-অক্টোবরে ভারতে বৃষ্টির মরশুম। তাই ম্যাচ আয়োজনে বিঘ্ন ঘটতে পারে। সেই কথা মাথায় রেখেই সংযুক্ত আরব আমিরশাহীতে নিয়ে যাওয়া হচ্ছে ম্যাচ। আইপিএল কবে থেকে শুরু হচ্ছে সে তারিখ স্পষ্ট না জানানো হলেও সেপ্টেম্বরের মাঝামাঝি শুরু হবে বলে অনুমান করা হচ্ছে।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in