Inter Milan: লাজিওর সঙ্গে ২২ বছরের সম্পর্ক ছেদ, Inter-এ যোগ দিচ্ছেন সিমোনে ইনজাঘি

কন্তের চলে যাওয়ায় পর সান সিরোতে নেরাজ্জুরিদের নতুন ম্যানেজার হিসেবে আসছেন প্রাক্তন লাজিও কোচ সিমোনে ইনজাঘি। দুই বছরের চুক্তিতে ইন্টারে যোগ দিচ্ছেন এই ৪৫ বর্ষীয় ইতালিয়ান।
Inter Milan: লাজিওর সঙ্গে ২২ বছরের সম্পর্ক ছেদ, Inter-এ যোগ দিচ্ছেন সিমোনে ইনজাঘি

এক দশক পর অ্যান্টোনিও কন্তের হাত ধরে ইতালিয়ান লীগ সিরি আ ঘরে তুলেছে ইন্টার মিলান। তবে দলকে স্কুডেটো জিতিয়েই বিদায় জানিয়েছেন কন্তে। তাঁর পরিবর্তে ইন্টারের নতুন কোচ হচ্ছেন সিমোনে ইনজাঘি। বৃহস্পতিবার একাধিক ইউরোপীয়ন সংবাদ মাধ্যমে এই বিষয়টি নিশ্চিত করা হয়।

কন্তের ইন্টার ছাড়ার মূল কারণ অবশ্য ক্লাবের সঙ্গে মতবিরোধ। করোনা মহামারীর কারণে অসংখ্য ক্লাবের মতোই আর্থিক ভাবে জর্জরিত ইন্টার মিলান। তাই তারা খরচ কমাতে চায়। কিছু খেলোয়াড়কে ছেড়ে অর্থ সংকট মেটাতে চায় ক্লাবটি। আর এখানেই বিরোধ বাধে কন্তের সঙ্গে। ক্লাব কর্তারা না চাইলেও কন্তে নিজে সরে দাঁড়িয়েছেন।

কন্তের চলে যাওয়ায় পর সান সিরোতে নেরাজ্জুরিদের নতুন ম্যানেজার হিসেবে আসছেন প্রাক্তন লাজিও কোচ সিমোনে ইনজাঘি। দুই বছরের চুক্তিতে ইন্টারে যোগ দিচ্ছেন এই ৪৫ বর্ষীয় ইতালিয়ান। বছর প্রতি ইনজাঘির সঙ্গে মিলানের চুক্তির পরিমাণ প্রায় ৪ মিলিয়ন ইউরো।

ইনজাঘি তার কোচিং কেরিয়ারের পুরো সময়টাই কাটিয়েছেন লাজিওর হয়ে। তার অধীনে ২৫১ ম্যাচের মধ্যে ১৩৪ টিতে জয় পায় লাজিও। কোচ হিসেবে ২০১৮-১৯ মরশুমে জিতেছেন কোপা ইতালিয়া। এছাড়াও ২০১৭ এবং ২০১৯ সালে সুপার কোপা ইতালিয়াও আসে তার ঝুলিতে। বিগত ২২ বছর তিনি লাজিওর সঙ্গে প্রথমে খেলোয়াড় এবং পরে কোচ হিসেবে যুক্ত ছিলেন। ১৯৯৯ সালে লাজিওর হয়ে খেলতে শুরু করেন ইনজাঘি। ২০১০-এ অবসর নেওয়া পর্যন্ত তিনি লাজিওর হয়েই খেলেছেন।

ইনজাঘি গতকাল সংবাদমাধ্যমে জানিয়েছেন আগামী ৩০ জুন তিনি লাজিও-র কোচের পদ থেকে অব্যাহতি নেবেন।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in