
অস্ট্রেলিয়ার বোলারদের চোখে চোখ রেখে লড়াই করলেন স্মৃতি মন্ধনা। ভারত বনাম অস্ট্রেলিয়ার গোলাপি বলের ঐতিহাসিক টেস্ট ম্যাচের প্রথম দিনে দুরন্ত ইনিংস উপহার দিলেন স্মৃতি। বৃষ্টি বিঘ্নিত প্রথম দিনের শেষে ১ উইকেট হারিয়ে ১৩৪ রান সংগ্রহ করেছে ভারতের মহিলারা। স্মৃতি মন্ধনা অপরাজিত রয়েছেন ৮০* রানে।
চার দিনের এই টেস্ট ম্যাচে কারারায় টসে জিতে ভারতকে প্রথম ব্যাট করতে পাঠান অজি অধিনায়ক ম্যাগ ল্যানিং। ব্যাট করতে নেমে শুরু থেকেই অজি বোলারদের কোনো রকম জায়গা দেননি দুই ভারতীয় মহিলা ওপেনার স্মৃতি মন্ধনা এবং শেফালি ভার্মা। প্রথম উইকেটে এই জুটি যোগ করেন ৯৩ রান। শেফালি ২৬ তম ওভারে ৬৪ বলে ৩১ রান করে ফিরে যান। শেফালি ফিরে গেলেও একদিনের ক্রিকেটের মেজাজে ব্যাট করতে থাকেন স্মৃতি। তাহিলা ম্যাকগ্রাথকে চার মেরে ৫১ বলে অর্ধশতরান পূর্ণ করেন তিনি।
দ্বিতীয় সেশনে এদিন বাধ সাজে বৃষ্টি। ৩৯.৩ ওভারের মাথায় ভারতের স্কোর যখন ১ উইকেটের বিনিময়ে ১১৪ রান, তখন প্রথম বৃষ্টির সূত্রপাত হয়। খেলা বন্ধ রাখা হয়। অল্প সময় বাদেই খেলা পুনরায় শুরু হলেও ৪ ওভারের বেশি ম্যাচ চালানো যায়নি। ৪৪.১ ওভার থেকে পুনরায় বৃষ্টি শুরু হয়। এরপর আর খেলা সম্ভব হয়নি। প্রথম দিনের খেলার সমাপ্তি ঘোষণা করা হয়েছে।
প্রথম দিনের শেষে স্মৃতি ১৪৪ বলে ৮০* রানে অপরাজিত রয়েছেন। তাঁর ইনিংস সাজানো রয়েছে ১৫ টি বাউন্ডারি এবং ১ টি ওভার বাউন্ডারির মাধ্যমে। টেস্ট কেরিয়ারের প্রথম শতরান থেকে আর ২০ রান দূরে রয়েছেন ভারতীয় ওপেনার। অন্যদিকে আগামীকাল স্মৃতির সাথে প্রথম সেশনে মাঠে নামবেন পুনম রাউত। পুনম অপরাজিত রয়েছেন ৫৭ বলে ১৬* রানে। আগামীকালও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন