Indonesia Masters 2021: প্রতিপক্ষদের স্ট্রেট সেটে উড়িয়ে সেমিফাইনালে সিন্ধু, শ্রীকান্ত

ইন্দোনেশিয়া মাস্টার্স সুপার ৭৫০ ব্যাডমিন্টন টুর্নামেন্টে দাপট দেখিয়ে চলেছেন পিভি সিন্ধু এবং কিদম্বী শ্রীকান্ত। কোয়ার্টার ফাইনালে দুরন্ত জয় অর্জন করে দুই ভারতীয় শাটলার পৌঁছে গেলেন সেমিফাইনালে।
পিভি সিন্ধু
পিভি সিন্ধুফাইল ছবি

ইন্দোনেশিয়া মাস্টার্স সুপার ৭৫০ ব্যাডমিন্টন টুর্নামেন্টে দাপট দেখিয়ে চলেছেন পিভি সিন্ধু এবং কিদম্বী শ্রীকান্ত। কোয়ার্টার ফাইনালে দুরন্ত জয় অর্জন করে দুই ভারতীয় শাটলার পৌঁছে গেলেন সেমিফাইনালে।মহিলাদের সিঙ্গেলসে কোয়ার্টার ফাইনালে তুরস্কের নেসলিহান ইগিটকে স্ট্রেট সেটে উড়িয়ে দিয়েছেন সিন্ধু। অন্যদিকে পুরুষদের সিঙ্গেলসে শ্রীকান্ত স্বদেশীয় শাটলার এইচএস প্রণয়কে হারিয়েছেন স্ট্রেট সেটেই।

মহিলাদের সিঙ্গেলসের তৃতীয় বাছাই সিন্ধু তুরস্কের নেসলিহান ইগিটকে হারিয়েছেন ২১-১৩, ২১-১০ গেমে। ৩৫ মিনিটের লড়াইয়ে তুর্কি প্রতিপক্ষ পাত্তাই পায়নি হায়দরাবাদি শাটলারের কাছে। এখনও পর্যন্ত ৪ বারের দেখায় ইগিটের বিরুদ্ধে ৪-০ জয়ে এগিয়ে গেলো সিন্ধু।

অন্যদিকে পুরুষদের সিঙ্গেলসে স্বদেশীয় শাটলার এইচএস প্রণয়কে ২১-৭, ২১-১৮ গেমে উড়িয়ে দেন শ্রীকান্ত। প্রণয় প্রথম সেটে দাঁড়াতেই পারেননি শ্রীকান্তের সামনে। দ্বিতীয় সেটে সমানে সমানে লড়াই চলে দুই পক্ষের। তবে ২১-১৮ ব্যবধানে বাজিমাৎ করেন প্রাক্তন এক নম্বর তারকা শ্রীকান্ত।

সেমিফাইনালে শ্রীকান্ত থাইল্যান্ডের কুনলাভুত ভিটিডসার্ন বা তৃতীয় বাছাই ডেনমার্কের অ্যান্ডার্স অ্যান্টনসেনের বিপক্ষে খেলবেন। অন্যদিকে তুলনামূলক ভাবে সহজ প্রতিপক্ষের সাথে লড়াই করলেও সেমিফাইনালে সিন্ধুর সামনে কঠিন চ্যালেঞ্জ।জাপানের শীর্ষ বাছাই আকনে ইয়ামাগুচির মুখোমুখি হবেন তিনি। তবে বর্তমানে বিশ্বের তৃতীয় র‌্যাংকিংএ থাকা ইয়ামাগুচির বিরুদ্ধে ১৯ বারের দেখায় ১২-৭ ব্যবধানে এগিয়ে রয়েছেন হায়দরাবাদি শাটলার এবং চলতি বছরের দু বারের সাক্ষাৎে দু'বারই জিতেছেন সিন্ধু।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in