Indonesia Masters 2021: জয় দিয়ে অভিযান শুরু পি.ভি সিন্ধু, লক্ষ্য সেনের

মঙ্গলবার হাড্ডাহাড্ডি লড়াইয়ে তৃতীয় বাছাই সিন্ধু থাইল্যান্ডের সুপানিদা কাথেথংকে ২১-১৫, ২১-১৯ সেটে হারিয়েছেন।
পিভি সিন্ধু
পিভি সিন্ধুফাইল ছবি সৌজন্যে BAI Media-এর ট্যুইটার হ্যান্ডেল
Published on

ইন্দোনেশিয়া মাস্টার্স সুপার ৭৫০ ব্যাডমিন্টন ইভেন্টে দুরন্ত শুরু করেছেন দুইবারের অলিম্পিক পদক বিজয়ী পি.ভি. সিন্ধু। সেইসঙ্গে অনবদ্য খেলে দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গেছেন লক্ষ্য সেন।

মঙ্গলবার হাড্ডাহাড্ডি লড়াইয়ে তৃতীয় বাছাই সিন্ধু থাইল্যান্ডের সুপানিদা কাথেথংকে ২১-১৫, ২১-১৯ সেটে হারিয়েছেন। ৪৩ মিনিটের টান টান উত্তেজনার ম্যাচের পর স্পেনের ক্লারা আজুরমেন্ডির বিপক্ষে দ্বিতীয় রাউন্ডে খেলা নিশ্চিত করেন হায়দরাবাদি শাটলার।

প্রথম গেমে এদিন সুপানিদার বিপক্ষে বিশেষ কিছু চাপের মধ্যে পড়তে হয়নি সিন্ধুকে। ব্রেকের আগে ১১-৫ ব্যবধানে এগিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধেও দাপট দেখান। তবে দ্বিতীয় গেমে সিন্ধুকে বেশ সমস্যায় ফেলেন সুপানিদা। ১১-৮ ব্যবধানে এগিয়ে থেকে সিন্ধু বিরতিতে গেলেও বিরতির পর চেপে ধরে থাইল্যান্ডের প্রতিপক্ষ। একসময় পয়েন্টের ব্যবধান দাঁড়ায় ১৯-১৮। সেখান থেকে দুটি ম্যাচ পয়েন্ট নিয়ে পরের রাউন্ড নিশ্চিত করেন সিন্ধু।

পুরুষদের এককে এদিন নজর কেড়েছেন ভারতের তরুণ লক্ষ্য সেন। আলমোড়ার ২০ বছর বয়সী এই শাটলার এদিন হারিয়েছেন বিশ্বের ১০ নম্বর জাপানের কান্তা সুনেয়ামারকে। ১ ঘন্টা ৮ মিনিট ধরে চলা তিন সেটের এই ম্যাচের ফলাফল লক্ষ্য সেনের পক্ষে ২১-১৭, ১৮-২১, ২১-১৭।

দ্বিতীয় রাউন্ডে ১৯ তম র‌্যাংকিংএর লক্ষ্য মুখোমুখি হবেন টুর্নামেন্টের শীর্ষ বাছাই এবং দু'বারের বিশ্ব চ্যাম্পিয়ন জাপানের কেনতো মোমোতার।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in