
দুরন্ত টেস্ট সিরিজ জয়ের পর এবার টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামছে বিরাট বাহিনী। শুক্রবার ভারতীয় সময় সন্ধ্যে সাতটায় আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ব্রিটিশ বনাম ভারতের মহারণ। এখনও পর্যন্ত মোট ১৪ বার টি টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল। দুই পক্ষই জিতেছে ৭ টি করে ম্যাচ। তাই লড়াই চলবে সমানে সমানে।
টি টোয়েন্টি ক্রিকেটে বর্তমানে বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান ইংল্যান্ডের ডেভিড মালান। মালানের মারকুটে ব্যাটিং যে কোনো বোলারের চোখের ঘুম ওড়াতে পারে। ইয়ন মর্গ্যান, জনি বেয়ারিস্টো, জেশন রয়, বেন স্টোকসদের বেঁধে রাখা খুব একটা সহজ কাজ নয়। বড় চ্যালেঞ্জ রয়েছে ভারতীয় বোলারদের সামনে। তবে বিরাটরাও নামছে মজবুত টিম নিয়ে। রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়ারা ছেড়ে দেওয়ার পাত্র নয়। বল হাতে চাহাল কেমন প্রদর্শন করে, তার ওপর নির্ভর করছে ম্যাচের অনেকটাই।
ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ: জেশন রয়, জস বাটলার, ডেভিড মালান, জনি বেয়ারিস্টো, ইয়ন মর্গ্যান, বেন স্টোকস, মইন আলি, স্যাম কুরেন, ক্রিস জর্ডন, জোফরা আর্চার, আদিল রাশিদ।
ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলি, শ্রেয়স আয়ার/সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ, হার্দিক পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, ভুবনেশ্বর কুমার, শার্দুল ঠাকুর/দীপক চাহার, যুজবেন্দ্র চাহাল, নভদীপ সাইনি/অক্ষর প্যাটেল।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন