IND vs SA: 'ডু অর ডাই' ম্যাচ, তৃতীয় ওডিআই-তে বদলাতে পারে ভারতের প্রথম একাদশ

People's Reporter: ভারতীয় দলে একটি পরিবর্তন হলেও হতে পারে। জানা যাচ্ছে অন্তর্ভুক্ত হতে পারেন যুজবেন্দ্র চাহাল।
দলে আসতে পারেন যুজবেন্দ্র চাহাল
দলে আসতে পারেন যুজবেন্দ্র চাহালছবি - বিসিসিআই-র এক্স হ্যান্ডেল

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বৃহস্পতিবার 'ডু অর ডাই' ম্যাচে নামছে ভারত। অ্যাওয়ে সিরিজ নিজেদের নামে করার জন্য আজকের ম্যাচ জিততেই হবে টিম ইন্ডিয়াকে। ভারতীয় সময় বিকেল ৪.৩০ থেকে শুরু হবে এই ম্যাচ। তার আগে দেখা যাক ভারতের প্রথম একাদশ কেমন হতে পারে।

ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচ জিতলেও দ্বিতীয় ম্যাচে ৮ উইকেটে হারতে হয় ভারতকে। আজ দক্ষিণ আফ্রিকার বোল্যান্ড পার্ক স্টেডিয়ামে সিরিজ নির্ণায়ক ম্যাচে নামছে দুই দল। তবে ভারতীয় দলে একটি পরিবর্তন হলেও হতে পারে। জানা যাচ্ছে অন্তর্ভুক্ত হতে পারেন যুজবেন্দ্র চাহাল। কিন্তু সেটা কুলদীপ যাদবের জায়গায় নাকি মুকেশ কুমারের জায়গায় সেটা নিশ্চিত নয়।

কিছু বদল না হলে প্রথম একাদশে থাকবেন, তিলক বর্মা, রুতুরাজ গায়কোয়াড়, সাই সুদর্শন, কে এল রাহুল, সঞ্জু স্যামসন, অক্ষর প্যাটেল, রিঙ্কু সিং, কুলদীপ যাদব, আর্শদীপ সিং, আবেশ খান এবং মুকেশ কুমার।

পর পর দুটি ম্যাচেই হাফ সেঞ্চুরি করেছিলেন সাই সুদর্শন। তবে ভারতীয় দলকে চিন্তায় রেখেছে রুতুরাজ গায়কোয়াড়ের ফর্ম। দু'টি ওয়ান ডে ম্যাচে রুতু মোট ৯ রান করেছেন (প্রথম ম্যাচ ৫ এবং দ্বিতীয় ম্যাচে ৪)। ফলে ওপেনিং জুটির মধ্যে পার্টনারশিপ না হওয়ার কারণে চাপ বাড়ছে মিডল ওর্ডারে।

গত ম্যাচে মাত্র ২১১ রানেই অল আউট হয়ে যায় টিম ইন্ডিয়া। জবাবে ব্যাট করতে নেমে ৮ উইকেট হাতে রেখে ৪২.৩ ওভারেই সিরিজে সমতা ফেরায় দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের টনি ডি জর্জি অপরাজিত ১১৯ রানের অসাধারণ এক ইনিংস খেলেছিলেন। ঘরের মাঠে ইন্ডিয়াকে পরাস্ত করে দক্ষিণ আফ্রিকা জিতবে নাকি রাহুলের নেতৃত্বে প্রোটিয়াদের হারিয়ে ট্রফি নিজেদের নামে করবে ইন্ডিয়া সেটাই দেখার।

দলে আসতে পারেন যুজবেন্দ্র চাহাল
Arjuna Award 2023: শামির মুকুটে নয়া পালক, ভারতীয় পেসার ছাড়া আর কারা অর্জুন পুরস্কার পাচ্ছে জানেন?
দলে আসতে পারেন যুজবেন্দ্র চাহাল
ISL 2023-24: এক ম্যাচে ৭ লাল কার্ড! অবশেষে 'মুম্বই বন্দরে' ডুবলো 'মোহন তরী'

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in