করোনার কারণে ইন্ডিয়ান ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্ট স্থগিত

করোনার কারণে পিছিয়ে গেল ইন্ডিয়ান ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্ট। ৪ লক্ষ ইউ এস ডলার অর্থমূল্যের এই চ্যাম্পিয়নশিপ রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত হবার কথা ছিলো আগামী ১১ মে থেকে ১৬ মে।
করোনার কারণে ইন্ডিয়ান ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্ট স্থগিত
ছবি প্রতীকী সংগৃহীত

করোনার কারণে পিছিয়ে গেল ইন্ডিয়ান ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্ট। ৪ লক্ষ ইউ এস ডলার অর্থমূল্যের এই চ্যাম্পিয়নশিপ রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত হবার কথা ছিলো আগামী ১১ মে থেকে ১৬ মে। যদিও করোনা সংক্রমণের বর্তমান পরিস্থিতির দিকে লক্ষ্য রেখে ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া এই প্রতিযোগিতা আপাতত স্থগিত বলে ঘোষণা করলো।

এই প্রসঙ্গে বিএআই প্রেসিডেন্ট অজয় সিংহানিয়া জানান – মোট ২২৮ জন খেলোয়াড় এই প্রতিযোগিতায় অংশ নেবার জন্য নাম নথিভুক্ত করেছিলেন। কোচ, সাপোর্ট স্টাফ মিলিয়ে যে সংখ্যা ৩০০ তে পৌঁছে যেত। কিন্তু বর্তমান পরিস্থিতিতে এই প্রতিযোগিতার আয়োজন করা খুবই ঝুঁকির কাজ হয়ে যাবে। তাই আপাতত এই প্রতিযোগিতা বাতিল করা হল।

উল্লেখ্য গত বছরেও করোনার কারণে এই প্রতিযোগিতা বাতিল করতে হয়েছিলো। গতবছর মার্চ থেকে নভেম্বরে এই প্রতিযোগিতা পিছিয়ে দেওয়া হলেও নভেম্বরে সেই প্রতিযোগিতা অনুষ্ঠিত করা যায়নি।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in