

করোনার কারণে পিছিয়ে গেল ইন্ডিয়ান ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্ট। ৪ লক্ষ ইউ এস ডলার অর্থমূল্যের এই চ্যাম্পিয়নশিপ রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত হবার কথা ছিলো আগামী ১১ মে থেকে ১৬ মে। যদিও করোনা সংক্রমণের বর্তমান পরিস্থিতির দিকে লক্ষ্য রেখে ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া এই প্রতিযোগিতা আপাতত স্থগিত বলে ঘোষণা করলো।
এই প্রসঙ্গে বিএআই প্রেসিডেন্ট অজয় সিংহানিয়া জানান – মোট ২২৮ জন খেলোয়াড় এই প্রতিযোগিতায় অংশ নেবার জন্য নাম নথিভুক্ত করেছিলেন। কোচ, সাপোর্ট স্টাফ মিলিয়ে যে সংখ্যা ৩০০ তে পৌঁছে যেত। কিন্তু বর্তমান পরিস্থিতিতে এই প্রতিযোগিতার আয়োজন করা খুবই ঝুঁকির কাজ হয়ে যাবে। তাই আপাতত এই প্রতিযোগিতা বাতিল করা হল।
উল্লেখ্য গত বছরেও করোনার কারণে এই প্রতিযোগিতা বাতিল করতে হয়েছিলো। গতবছর মার্চ থেকে নভেম্বরে এই প্রতিযোগিতা পিছিয়ে দেওয়া হলেও নভেম্বরে সেই প্রতিযোগিতা অনুষ্ঠিত করা যায়নি।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন