নক্ষত্র পতন! প্রয়াত ভারতের অলিম্পিয়ান ফুটবলার এবং প্রাক্তন জাতীয় কোচ সৈয়দ শাহিদ হাকিম

দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন 'হাকিম সাব'। সম্প্রতি হৃদরোগে আক্রান্ত হওয়ায় গুলবার্গের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ফুটবলের এই নক্ষত্র।
সৈয়দ শাহিদ হাকিম
সৈয়দ শাহিদ হাকিমফাইল ছবি সংগৃহীত
Published on

ভারতীয় ফুটবল জগতে নক্ষত্র পতন। প্রয়াত হলেন দেশের অলিম্পিয়ান ফুটবলার তথা প্রাক্তন কোচ এবং ফিফা প্যানেলের প্রাক্তন রেফারি সৈয়দ শাহিদ হাকিম। কর্ণাটকের গুলবার্গার এক বেসরকারি হাসপাতালে না ফেরার দেশে চলে যান তিনি। মৃত্যুকালে শাহিদ হাকিমের বয়স হয়েছিল ৮২। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ ভারতের ক্রীড়া মহল।

পরিবার সূত্রে জানা গিয়েছে দীর্ঘদিন ধরেই বার্ধক্য জনিত সমস্যায় ভুগছিলেন 'হাকিম সাব'। সম্প্রতি হৃদরোগে আক্রান্ত হওয়ায় গুলবার্গের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ভারতীয় ফুটবলের এই নক্ষত্র।

ফুটবল কেরিয়ারে ভারতের হয়ে ১৯৬০ সালে রোম অলিম্পিকে অংশ নেন শাহিদ হাকিম। ওই বছরই সার্ভিসেসের হয়ে সন্তোষ ট্রফি জেতেন তিনি। কোচ হিসেবে শাহিদ হাকিম এক উজ্জ্বল নক্ষত্র। ১৯৮২ সালের এশিয়ান গেমসে ভারতীয় ফুটবল দলের সহকারি কোচ এবং মারডেকা কাপে দেশের ফুটবল দলের হেড কোচের দায়িত্ব সামলেছেন তিনি। এছাড়াও ফিফা প্যানেলের রেফারি হিসেবে ১৯৮৮ সালের এএফসি কাপের একাধিক ম্যাচ পরিচালনা করেছেন। ২০১৭ সালে ভারতে অনুষ্ঠিত অনূর্ধ্ব ১৭ ফুটবল বিশ্বকাপে প্রোজেক্ট ডিরেক্টরের ভূমিকাও পালন করেছেন ভারতীয় বায়ুসেনার এই প্রাক্তন স্কোয়াড্রন লিডার।

ফুটবল জগতের এই কিংবদন্তীকে ২০১৭ সালে ভারত সরকার তৎকালীন রাজীব গাঁধী খেলরত্ন পুরস্কারে ভূষিত করে। স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার রিজিওনাল ডিরেক্টর পদের দায়িত্বও সামলেছেন ভারতীয় ফুটবলের এই স্বর্ণযুগের সদস্য। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ দেশের ক্রীড়ামহল।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in