

ইতিহাস গড়লো ভারতের মহিলা ও পুরুষ টেবিল টেনিস দল। ২০২৪ প্যারিস অলিম্পিক্সের জন্য যোগ্যতা অর্জন করলেন শরৎ কমল এবং ঐহিকা মুখার্জিরা।
নিয়ম অনুযায়ী বিশ্ব র্যাঙ্কিং-এ থাকা প্রথম ১৬টি দলকে প্যারিস অলিম্পিক্সে বেছে নেওয়া হবে। সেই তালিকায় পুরুষ দল রয়েছে ১৫ নম্বরে এবং মহিলা জুটি রয়েছে ১৩ নম্বরে। ফলে যোগ্যতা অর্জন করতে কোনো বাধাই ছিল না। যোগ্যতা অর্জনের পরই সোশ্যাল মিডিয়ায় শরৎ কমল লেখেন, "অবশেষে টেবিল টেনিস টিম ইভেন্টে ভারত কোয়ালিফাই করলো। যা আমি বহু দিন ধরে চাইছিলাম। যোগ্যতা অর্জনের জন্য ভারতের মহিলা দলকেও অনেক অনেক শুভেচ্ছা"।
ভারতের টেবিল টেনিস ফেডারেশনও এই খবরে যথেষ্ট আনন্দিত। ফেডারেশন সচিব কমলেশ মেহতা বলেন, বহু দিনের পরিশ্রমের ফল পেলো খেলোয়াড়রা। ভারতীয় টেবিল টেনিসে ইতিহাসের দিন। সকলকে আরও পরিশ্রম করতে হবে।
সোমবার বিশ্ব র্যাঙ্কিং প্রকাশিত হয়। তাতেই যোগ্যতা অর্জন করে উভয় দল। বিশ্ব টেবিল টেনিস চ্যাম্পিয়নশীপের কোয়ার্টার ফাইনালে উঠলেই প্যারিস অলিম্পিকে সরাসরি চলে যেতে পারতেন তাঁরা। কিন্তু ভারতের মহিলা ও পুরুষ উভয় দলই প্রি কোয়ার্টার ফাইনালে হেরে যায়। ফলে র্যাঙ্কিং-র জন্য অপেক্ষা করতে হয় তাঁদের।
উল্লেখ্য, এশিয়ান গেমসে টেবিল টেনিসে ব্রোঞ্জ জিতে সকলকে অবাক করেছিলেন বঙ্গতনয়া সুতীর্থা মুখার্জি ও ঐহিকা মুখার্জি। সেমিফাইনালে উত্তর কোরিয়ার কাছে হারতে হয়েছিল এই জুটিকে।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন