টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেই ঠাসা সূচী ভারতের। ২৫ শে নভেম্বর থেকে কানপুরে শুরু হচ্ছে টেস্টের বিশ্বচ্যাম্পিয়ন নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের টেস্ট সিরিজ। এরপরেই ডিসেম্বর-জানুয়ারিতে ভারত পাড়ি দেবে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের বিপক্ষে তিন ফরম্যাটের সিরিজে রয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তিন ম্যাচ। সেই তিন টেস্ট সিরিজের সূচীতে সামান্য পরিবর্তন এনেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা।
ক্রিকেট দক্ষিণ আফ্রিকা নতুন বছরে জোহানেসবার্গের পরিবর্তে কেপটাউনকে বেছে নিয়েছে শেষ টেস্টের জন্য। মহাত্মা গান্ধী এবং নেলসন ম্যান্ডেলার নামাঙ্কিত গান্ধী-ম্যান্ডেলা সিরিজের প্রথম টেস্ট ১৭ ই ডিসেম্বর থেকে শুরু হবে জোহানেসবার্গে। দ্বিতীয় টেস্ট ২৬ শে ডিসেম্বর অর্থাৎ বক্সিং ডে'তে অনুষ্ঠিত হবে সেঞ্চুরিয়ানে। নতুন বছরে ৩ রা জানুয়ারি থেকে তৃতীয় টেস্ট অনুষ্ঠিত হবে কেপটাউনে।
ক্রিকেট দক্ষিণ আফ্রিকার ডিরেক্টর গ্রেম স্মিথ বলেন,"ক্রিকেট দক্ষিণ আফ্রিকা ভারতকে স্বাগত জানানোর জন্য মুখিয়ে রয়েছে। ১৯৯১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পুনঃপ্রবেশের পর দক্ষিণ আফ্রিকার প্রথম ভারত সফরের তিন দশক পূর্ণ হচ্ছে। এই সফরটি বিসিসিআই-এর সাথে আমাদের ভালো সম্পর্ককেই নিশ্চিত করে,"
ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ক্রীড়াসূচী:
টেস্ট সিরিজ:-
১ম টেস্ট: ১৭-২১ ডিসেম্বর, জোহানেসবার্গ
২য় টেস্ট: ২৬-৩০ শে ডিসেম্বর, সেঞ্চুরিয়ান
৩য় টেস্ট: ৩-৭ ই জানুয়ারি, কেপটাউন
ওডিআই সিরিজ:-
১ম ওডিআই: ১১ ই জানুয়ারি, পার্ল
২য় ওডিআই : ১৪ ই জানুয়ারি, কেপটাউন
৩য় ওডিআই: ১৬ ই জানুয়ারি, কেপটাউন
টি-টোয়েন্টি সিরিজ:-
১ম টি-টোয়েন্টি: ১৯ শে জানুয়ারি, কেপটাউন
২য় টি-টোয়েন্টি: ২১ শে জানুয়ারি, কেপটাউন
৩য় টি-টোয়েন্টি: ২৩ শে জানুয়ারি, পার্ল
৪র্থ টি-টোয়েন্টি: ২৬ শে জানুয়ারি, পার্ল
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন