

টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেই শেষ হচ্ছে বিরাটদের প্রধান কোচ রবি শাস্ত্রীর মেয়াদ। সেইসঙ্গে শেষ হচ্ছে বোলিং কোচ ভরত অরুণ এবং ফিল্ডিং কোচ আর শ্রীধরের মেয়াদও। জানা গিয়েছে সুযোগ থাকলেও ভারতীয় দলের সাথে আর থাকতে চাইছেন না ভরত অরুণ এবং শ্রীধর। তাই তাঁরা দায়িত্ব নেওয়ার জন্য আবেদনও করবেন না বলে মনস্থির করেছেন।
রবি শাস্ত্রীর পর ভারতীয় পুরুষ ক্রিকেট দলের দায়িত্ব হাতে তুলে নিচ্ছেন রাহুল দ্রাবিড়। জ্যামি'র দায়িত্ব নেওয়ার সাথে সাথেই সম্পূর্ণ নতুন কোচিং দল বিরাটদের হয়ে কাজ করবেন।
বিসিসিআই-এর দেওয়া ১৭ ই অক্টোবরের বিজ্ঞপ্তি অনুযায়ী ভরত অরুণ এবং শ্রীধর দুজনেই কোচ হওয়ার জন্য আবেদন করতে পারবেন। বিসিসিআই-এর বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারীর বয়স হতে হবে ৬০ এর নিম্নে। যেখানে বর্তমান বোলিং কোচ ভরত অরুণের বয়স ৫৮ এবং শ্রীধর ৫১ বর্ষীয়। তবে তাঁরা ৬ বছর ধরে ভারতের জাতীয় দলের সাথে যুক্ত থাকার পর আর চাইছেন না। তাই তাঁরা আবেদনই করবেন না।
টি টোয়েন্টি বিশ্বকাপের পরেই অরুণ এবং শ্রীধর দায়িত্ব ছাড়ছেন রবি শাস্ত্রীর সঙ্গে। এই দুই শূন্যস্থান পূরণ করতে রাহুল দ্রাবিড় এবং সহকারী কোচ পরশ মামরের সাথে অপর দুই নতুন সহকারী কোচকে নিযুক্ত করা হবে।
এক সূত্রে জানা গিয়েছে, দুই জনের কাছে অফার এসেছে আইপিএলের ফ্র্যাঞ্চাইজি দল থেকে। একজন উত্তর ভারতে অবস্থিত একটি ফ্র্যাঞ্চাইজি থেকে নিশ্চিত প্রস্তাব পেয়েছেন এবং তিনি তাদের টি -টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে বলেছেন। অন্য জনের কাছেও কয়েকটি অফার রয়েছে এবং আইপিএলের দুটি নতুন দল ঘোষিত হওয়ার পরে আরও অফার আসবে বলে অনুমান করছেন।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন