Asian Games 2023: এশিয়ান গেমসে ষষ্ঠ সোনা ভারতের, শ্যুটিং-র হাত ধরে এল ২৪তম পদক

People's Reporter: বৃহস্পতিবার পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তল বিভাগে সোনা জেতেন শিবা নারওয়াল, অর্জুন সিং চিমা এবং সরবজ্যোৎ সিং। ওই বিভাগেই রুপো জেতে চীন।
বামদিকে থেকে - অর্জুন সিং চিমা, শিবা নারওয়াল ও সরবজ্যোৎ সিং
বামদিকে থেকে - অর্জুন সিং চিমা, শিবা নারওয়াল ও সরবজ্যোৎ সিংছবি - সংগৃহীত

এশিয়ান গেমসে পঞ্চম দিনের শুরুতেই সুখবর পেল ভারত। ফের শ্যুটিং-র হাত ধরে সোনা জিতলো দেশ। এই নিয়ে আপাতত ৬টা সোনা ঝুলিতে এলো ভারতের।

বৃহস্পতিবার পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তল বিভাগে সোনা জেতেন শিবা নারওয়াল, অর্জুন সিং চিমা এবং সরবজ্যোৎ সিং। ওই বিভাগেই রুপো জেতে চীন।

এই ইভেন্টের ফাইনালে মোট ৬টি রাউন্ড থাকে। প্রতি রাউন্ডে তিনজন শ্যুটার একটি করে শ্যুট করতে পারেন। তাতে ভারতের শিবা স্কোর করেন, ৯৭, ৯৬, ৯৭, ৯৭, ৯৬ এবং ৯৫। অর্জুন স্কোর করেন, ৯২, ৯৬, ৯৭, ৯৯, ৯৭ এবং ৯৫। সরবজ্যোৎ স্কোর করেন, ৯৫, ৯৫, ৯৭, ৯৮, ৯৭, এবং ৯৮। সম্মিলিত স্কোর ১৭৩৪। চীন শেষ করে ১৭৩৩ পয়েন্টে। ১৭৩০ পয়েন্ট নিয়ে ব্রোঞ্জ জেতে ভিয়েতনাম।

এই নিয়ে মোট ৬টি সোনা জিতেছে ভারত। রুপো জিতেছে ৮টি এবং ব্রোঞ্জ জিতেছে ১০টি। সবমিলিয়ে ২৪টি পদক জিতেছে ভারত। শীর্ষে রয়েছে চীন। তারা ৮১টি সোনা, ৪৪টি রুপো এবং ২১টি ব্রোঞ্জ। দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া। তাদের ঝুলিতে রয়েছে ১৯টি সোনা, ১৯টি রুপো এবং ৩৪টি ব্রোঞ্জ। ১৫টি সোনা, ২৭টি রুপো এবং ২৪টি ব্রোঞ্জ নিয়ে তৃতীয় স্থানে রয়েছে জাপান। চতুর্থ স্থানে রয়েছে উজবেকিস্তান। তাদের ঝুলিতে আছে ৬টি সোনা, ১০টি রুপো এবং ১৩টি ব্রোঞ্জ।

বামদিকে থেকে - অর্জুন সিং চিমা, শিবা নারওয়াল ও সরবজ্যোৎ সিং
ISL 2023-24: 'ক্লান্তি হারিয়ে জয় পাওয়া কঠিন ছিল' - বেঙ্গালুরুকে হারিয়ে মন্তব্য বাগান কোচের
বামদিকে থেকে - অর্জুন সিং চিমা, শিবা নারওয়াল ও সরবজ্যোৎ সিং
ঘরে ফিরলেন 'সোনার মেয়ে' তিতাস, সংবর্ধনা দিতে এলেন না সিএবি কর্তারা!

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in