

এশিয়ান গেমসে পঞ্চম দিনের শুরুতেই সুখবর পেল ভারত। ফের শ্যুটিং-র হাত ধরে সোনা জিতলো দেশ। এই নিয়ে আপাতত ৬টা সোনা ঝুলিতে এলো ভারতের।
বৃহস্পতিবার পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তল বিভাগে সোনা জেতেন শিবা নারওয়াল, অর্জুন সিং চিমা এবং সরবজ্যোৎ সিং। ওই বিভাগেই রুপো জেতে চীন।
এই ইভেন্টের ফাইনালে মোট ৬টি রাউন্ড থাকে। প্রতি রাউন্ডে তিনজন শ্যুটার একটি করে শ্যুট করতে পারেন। তাতে ভারতের শিবা স্কোর করেন, ৯৭, ৯৬, ৯৭, ৯৭, ৯৬ এবং ৯৫। অর্জুন স্কোর করেন, ৯২, ৯৬, ৯৭, ৯৯, ৯৭ এবং ৯৫। সরবজ্যোৎ স্কোর করেন, ৯৫, ৯৫, ৯৭, ৯৮, ৯৭, এবং ৯৮। সম্মিলিত স্কোর ১৭৩৪। চীন শেষ করে ১৭৩৩ পয়েন্টে। ১৭৩০ পয়েন্ট নিয়ে ব্রোঞ্জ জেতে ভিয়েতনাম।
এই নিয়ে মোট ৬টি সোনা জিতেছে ভারত। রুপো জিতেছে ৮টি এবং ব্রোঞ্জ জিতেছে ১০টি। সবমিলিয়ে ২৪টি পদক জিতেছে ভারত। শীর্ষে রয়েছে চীন। তারা ৮১টি সোনা, ৪৪টি রুপো এবং ২১টি ব্রোঞ্জ। দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া। তাদের ঝুলিতে রয়েছে ১৯টি সোনা, ১৯টি রুপো এবং ৩৪টি ব্রোঞ্জ। ১৫টি সোনা, ২৭টি রুপো এবং ২৪টি ব্রোঞ্জ নিয়ে তৃতীয় স্থানে রয়েছে জাপান। চতুর্থ স্থানে রয়েছে উজবেকিস্তান। তাদের ঝুলিতে আছে ৬টি সোনা, ১০টি রুপো এবং ১৩টি ব্রোঞ্জ।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন