

বুধবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টি-২০ ম্যাচে নামবে ভারত। তার আগে বেশ সতর্ক রয়েছে টিম ইন্ডিয়া। গত ম্যাচের ভুল পুনরায় করতে চাইছেন না সূর্যকুমাররা।
তৃতীয় টি-২০ ম্যাচে কোনও রকম ভুল করতে চাইছেন না সূর্যকুমাররা। আজ ভারতীয় সময় সন্ধ্যা ৮.৩০টা থেকে শুরু হবে ম্যাচ। দক্ষিণ আফ্রিকার সেঞ্চুরিয়ানের সুপার স্পোর্ট পার্ক ক্রিকেট স্টেডিয়াম হবে ম্যাচটি।
এই মাঠে ১৮০ থেকে ২০০-র কাছাকাছি রান উঠতে পারে। ফলে ব্যাটিং-র জন্য বেশ ভালো পিচ পাবেন দুই দলের ব্যাটাররা। আবহাওয়াও ঠিক থাকবে বলে জানা গেছে।
এই সেঞ্চুরিয়ানে ভারত মাত্র একবার টি-২০ খেলেছিল। ২০১৮ সালে বিরাটের নেতৃত্বে টিম ইন্ডিয়া খেলেছিল সেই ম্যাচ। ওই ম্যাচে প্রথমে ব্যাট করে ১৮৮ রান করেছিল টিম ইন্ডিয়া। এম এস ধোনি ২৮ বলে ৫২ করেছিলেন এবং মনীশ পান্ডে ৪৮ বলে ৭৯ রান করেছিলেন। জবাবে ব্যাট করতে নেমে ১৮.৪ ওভারে ১৮৯ রান তুলে ম্যাচ জেতে দক্ষিণ আফ্রিকা। যদিও ৩ ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জয়ী হয়েছিল টিম ইন্ডিয়া।
প্রথম টি-২০ ম্যাচ জেতার পর দ্বিতীয় টি-২০তে হারতে হয় ভারতকে। ব্যাটারদের ভুলে ভারত ২০ ওভারে বেশি রান তুলতে পারেনি। বরুণ চক্রবর্তী ৫ উইকেট নিলেও ভারতকে জেতাতে পারেননি তিনি। ১ ওভার বাকি রেখেই ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরায় দক্ষিণ আফ্রিকা।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন