Indian Super League 2022: চলতি মরশুমেও একাধিক তরুণ তারকা ফুটবলার পাবে ভারত! আশাবাদী নীতা আম্বানি

নীতা আম্বানি বলেন, এই বছরটা একটু স্পেশ্যাল। কারণ ২ বছর পর গ্যালারিতে ফিরছেন দর্শকরা। এবারে লিগের ক্যালেন্ডারও একটু লম্বা হয়েছে। সব মিলিয়ে ভারতীয় ফুটবল নিয়ে উত্তেজনা ক্রমশ বাড়ছে।
নীতা আম্বানি
নীতা আম্বানিগ্রাফিক্স - সুমিত্রা নন্দন
Published on

শুক্রবার আইএসএলের উদ্বোধনী ম্যাচে কেরালার মুখোমুখি হবে ইমামি ইস্টবেঙ্গল। তার আগে এই টুর্নামেন্ট থেকে নতুন তারকা ফুটবলারের উঠে আসবে বলে মনে করছেন নীতা আম্বানি।

ভারতীয় ফুটবলকে বহু তারকা উপহার দিয়েছে ইন্ডিয়ান সুপার লিগ। বিগত মরশুমগুলিতে একের পর এক তারকা নিজের জাত চিনিয়েছিলেন। চলতি মরশুমেও এমন বহু নতুন তারকা উঠে আসবে বলেই আশা করছেন এফএসডিএল চেয়ারম্যান নীতা আম্বানি।

তিনি বলেন, এই বছরটা একটু স্পেশ্যাল। কারণ ২ বছর পর গ্যালারিতে ফিরছেন দর্শকরা। এবারে লিগের ক্যালেন্ডারও একটু লম্বা হয়েছে। সব মিলিয়ে ভারতীয় ফুটবল নিয়ে উত্তেজনা ক্রমশ বাড়ছে। ফুটবলপ্রেমীরাই এই খেলার হৃদয় ও আত্মা। তাঁদের ফিরে পেয়ে আমরা অভিভূত। গত দুই বছর মহামারীর চ্যালেঞ্জ সামলে আইএসএল তরুণ ফুটবলাররা অসাধারণ এক মঞ্চ উপহার দিয়েছে। ফুটবলপ্রেমীদের মন জয় করতে তাঁরা সক্ষম হয়েছে। এছাড়াও তিনি বলেন, আমি নিশ্চিত, এই বছরেও আইএসএল থেকে এক ঝাঁক প্রতিভাবান ফুটবলার উঠে আসবে।

উল্লেখ্য, চলতি মরশুমে কুড়ি রাউন্ডে লিগ পর্ব চলবে। পাঁচ মাস ধরে চলবে লিগ পর্ব। যা শেষ হবে ২৬ ফেব্রুরারি। আইএসএলের নক আউট পর্ব শুরু হবে মার্চ মাস থেকে। দশটা স্টেডিয়ামে মোট ১১৭ টি ম্যাচ হবে। প্রতিটি দল ২০টি করে ম্যাচ খেলবে।

অন্যবারের থেকে এইবারে ম্যাচের দিন নিয়ে কিছু পরিবর্তন আনা হয়েছে। যাতে প্রচুর মানুষ টুর্নামেন্টের ম্যাচগুলি উপভোগ করতে পারে সেই জন্য ম্যাচ শুরুর তৃতীয় সপ্তাহ থেকে বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত ম্যাচ হবে। চলতি মরশুমে প্লে অফেও আমূল পরিবর্তন আনা হয়েছে। এবারে মোট ছ’টা দল প্লে অফে কোয়ালিফাই করবে।

তথ্যসূত্র - ইন্ডিয়ান সুপার লিগ ওয়েবসাইট

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in