India Vs Sri Lanka ODI: নিয়মরক্ষার ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত ভারতের

ভারতের হয়ে এই ম্যাচে একদিনের ক্রিকেটে অভিষেক ঘটেছে পাঁচ ক্রিকেটারের। এই অভিষেককারী পাঁচ ক্রিকেটার হলেন সঞ্জু স্যামসন, নীতিশ রানা, চেতন শাকারিয়া, কৃষ্ণাপ্পা গৌতম এবং রাহুল চাহার।
অভিষেক ম্যাচের আগে পাঁচ ক্রিকেটারের
অভিষেক ম্যাচের আগে পাঁচ ক্রিকেটারেরছবি- ভারতীয় ক্রিকেট দলের ফেসবুক পেজ
Published on

শ্রীলঙ্কার বিপক্ষে একদিনের সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচে মাঠে নেমেছে ভারত। প্রথম দুই ম্যাচের দুটিতেই জয় নিয়ে আগেই সিরিজ নিজেদের নামে করে নিয়েছে শিখর ধাওয়ানের নেতৃত্বাধীন ম্যান ইন ব্লু। রাহুল দ্রাবিড়ের ছেলেরা আজ নিয়মরক্ষার ম্যাচে শ্রীলঙ্কাকে হোয়াইট ওয়াশ করার জন্য খেলতে নেমেছে।

কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। ভারতের হয়ে এই ম্যাচে একদিনের ক্রিকেটে অভিষেক ঘটেছে পাঁচ ক্রিকেটারের। এই অভিষেককারী পাঁচ ক্রিকেটার হলেন সঞ্জু স্যামসন, নীতিশ রানা, চেতন শাকারিয়া, কৃষ্ণাপ্পা গৌতম এবং রাহুল চাহার। ভারত যদি এই ম্যাচে শ্রীলঙ্কাকে হারায় তবে দ্বীপরাষ্ট্রে স্বাগতিকদের বিপক্ষে এটি তাদের একাদশতম ধারাবাহিক জয় হবে।

ভারত সর্বশেষ ২০১২ সালের জুলাইয়ে শ্রীলঙ্কায় শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে হেরেছে। শেষবার প্রেমদাসা স্টেডিয়ামে ভারত হেরেছিলো ২০১৯ সালে। এরপর ধারাবাহিক ভাবে এই স্টেডিয়ামে সাতটি জয় নিবন্ধ করেছে টিম ইন্ডিয়া। অন্যদিকে ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফির পর দুশন সনাকা শ্রীলঙ্কার দশম অধিনায়ক হিসেবে প্রতিনিধিত্ব করছেন। এই সময়ের মধ্যে কেবলমাত্র দিমুথ করুনারত্নে একমাত্র অধিনায়ক যার জয়ের পরিমাণ হারের থেকে বেশি। দুশন সনাকাকে নিয়ে পাঁচ জন অধিনায়ক শ্রীলঙ্কাকে অধিনায়ক হিসেবে জয় এনে দিতে পারেননি।

ভারতের প্রথম একাদশ: শিখর ধাওয়ান(অধিনায়ক), পৃথ্বী শ, সঞ্জু স্যামসন(উইকেট রক্ষক),মণীশ পান্ডে, সূর্যকুমার যাদব, নীতিশ রানা, হার্দিক পান্ডিয়া, কৃষ্ণাপ্পা গৌতম, রাহুল চাহার, নভদীপ সাইনি, চেতন শাকারিয়া।

শ্রীলঙ্কার প্রথম একাদশ: অভিস্কা ফার্নান্দো, মিনোদ ভানুকা(উইকেট রক্ষক),ভানুকা রাজাপাক্সা, ধনঞ্জয় ডি সিলভা, চরিথ আসালাঙ্কা, দুশন সনাকা(অধিনায়ক),রমেশ মেন্ডিস, আকিলা ধনঞ্জয়, চামিকা করুনারত্নে, দুষ্মন্ত চামিরা, প্রভীন জয়াউইকরমা।

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in