India Vs Sri Lanka ODI: ধাওয়ানের অপরাজিত ৮৪*, শ্রীলঙ্কার বিরুদ্ধে সহজ জয় ভারতের

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম একদিনের ম্যাচে দুরন্ত জয় অর্জন করলো টিম ইন্ডিয়া। অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচে ম্যাচ-উইনিং-ইনিংস উপহার দিলেন শিখর ধাওয়ান।
India Vs Sri Lanka ODI: ধাওয়ানের অপরাজিত ৮৪*, শ্রীলঙ্কার বিরুদ্ধে সহজ জয় ভারতের
ছবি বিসিসিআই ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে
Published on

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম একদিনের ম্যাচে দুরন্ত জয় অর্জন করলো টিম ইন্ডিয়া। অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচে ম্যাচ-উইনিং-ইনিংস উপহার দিলেন শিখর ধাওয়ান। ধাওয়ান অপরাজিত থাকলেন ৮৪* রানে। ১৩ ওভার হাতে রেখেই ৭ উইকেটে দুরন্ত জয় নিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলো টিম ইন্ডিয়া।

শ্রীলঙ্কার দেওয়া ২৬৩ রানের লক্ষ্য মাত্রা তাড়া করতে নেমে পৃথ্বী শ শুরু থেকেই মারকাটারি ইনিংস শুরু করেন। পৃথ্বী মাত্র ২৪ বলে ৪৩ রানের এক ঝড়ো ইনিংস খেলে ধনঞ্জয় ডি সিলভার শিকার হন। পৃথ্বী যেখানে শেষ করেছিলেন সেখান থেকেই শুরু করলেন প্রথম একদিনের ম্যাচ খেলতে নামা ইশান কিশান। উইকেট রক্ষক ব্যাটসম্যান কিশান ৪২ বলে ৫৯ রান করেন। প্রথম ম্যাচেই অর্ধশতরান করে অভিষেককে স্মরণীয় করে রাখলেন এই বার্থ ডে বয়।

তৃতীয় উইকেটে মণীশ পান্ডে ৪০ বল খেলে ২৬ রান করেন। ধনঞ্জয় ডি সিলভা পান্ডেকে ফেরানোর পর আর উইকেট খোয়াতে হয়নি ভারতকে। ওপেন করতে নেমে শেষ পর্যন্ত টিকে থাকলেন অধিনায়ক শিখর ধাওয়ান। ৯৫ বলে ৮৪* রানের অনবদ্য ইনিংস এলো শিখরের ব্যাটে। ২০ বলে ৩১* রান করে অপরাজিত থাকলেন সূর্যকুমার যাদবও।

প্রেমদাসা স্টেডিয়ামে প্রথম একদিনের ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। শুরুটা ভালোই করেন দুই দ্বীপরাষ্ট্র ওপেনার অভিস্কা ফার্নান্দো এবং মিনোদ ভানুকা। প্রথম উইকেটে ৪৯ রান যোগ করেন এই জুটি। অভিস্কা ৩২ রান করে চাহালের শিকার হন। দ্বিতীয় উইকেটে মিনোদ ভানুকা এবং ভানুকা রাজাপাক্সাও পার্টনারশিপ গড়ার চেষ্টা করেন। তবে ১৭ তম ওভারে কুলদীপ যাদব জোড়া ধাক্কা দেন লঙ্কা শিবিরে। মিনোদ ভানুকা(২৭) এবং ভানুকা রাজাপাক্সা(২৪) একই ওভারে ফেরত যান।

মিডিল অর্ডারে ধনঞ্জয় ডি সিলভা ১৪ রানেই ফিরে যান। চরিথ আসালাঙ্কা ৩৮ রান এবং অধিনায়ক দুশন সনাকা ৩৯ রান করলেও তা আসে অত্যন্ত মন্থর গতিতে। টেল এন্ডে ওয়ানিন্দু হাসারাঙ্গা(৮), ইসুরু উডানা(৮) ও দুষ্মন্ত চামিরারা(১৩) বড় স্কোর খাড়া করতেই পারেনি। শেষ মুহূর্তে শ্রীলঙ্কাকে সম্মানজনক জায়গায় নিয়ে গিয়েছিলেন চামিকা করুনারত্নে। আট নম্বরে ব্যাট করতে নেমে চামিকা ৩৫ বলে ৪৩ রানে অপরাজিত ছিলেন।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in