
সোমবার হায়দরাবাদে মালয়েশিয়ার বিরুদ্ধে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে ভারত। মার্চে এশিয়ান কাপ বাছাই পর্বের আগে এটিই ভারতের শেষ ম্যাচ। গত বছর অক্টোবরে মারডেকা কাপের সেমিফাইনালে মালয়েশিয়ার কাছে হেরেছিল ইগর স্টিমাচের ভারত। এখন মানোলোর ভারত মধুর প্রতিশোধ নেওয়ার জন্য মুখিয়ে রয়েছে।
এবার ভারতের কাছে ঘরের মাঠে বদলার ম্যাচ। ইন্টারকন্টিনেন্টাল কাপের প্রথম ম্যাচে ফিফা ক্রমতালিকায় অনেকটা পিছিয়ে থাকা মরিশাসের বিরুদ্ধে ড্র করে ভারত। এরপর সিরিয়ার কাছে ৩-০ ব্যবধানে হার হয়। ভিয়েতনামে শেষ ম্যাচে পিছিয়ে থেকেও ড্র করেছিল ভারতীয় দল। ফলে মালয়েশিয়ার বিরুদ্ধে ম্যাচ বেশ চ্যালেঞ্জের হতে চলেছে।
ভারতীয় কোচ মানোলো মার্কেজ জানান, 'প্রীতি ম্যাচ হলেও নিজেদের পরখ করে নেওয়ার ভালো সুযোগ এটা। অনেকদিন জয়ের মুখে দেখিনি আমরা। তাই এবার জিততে চাই। প্রতিটি অনুশীলনে আমরা কত উন্নতি করেছি, তা প্রমাণ করতে চাই। আমাদের সব দিক দিয়েই উন্নতি করতে হবে। যেমন ভিয়েতনামের বিরুদ্ধে আমরা দ্বিতীয়ার্ধে দারুন খেলেছিলাম। কিন্তু কয়েকটা বড় ভুলের জন্য সেই ম্যাচে প্রায় হারতেই বসেছিলাম।
তিনি আরও বলেন, 'আমাদের ভুলের সংখ্যা কমাতে হবে। যারা কম ভুল করে, তারাই সফল হয়। আমাদেরও সেই চেষ্টাই করতে হবে। মালয়েশিয়ার খেলার স্টাইল কেমন, আমি জানি। ওদের কোচকেও আমি চিনি। দুই দলের কাছেই ম্যাচটা কঠিন হতে চলেছে।'
এদিকে ভারতীয় গোলকিপার গুরপ্রীত সিং সান্ধু বলেন, 'মার্চে এশিয়ান কাপ বাছাই পর্বের আগে এটাই আমাদের শেষ আন্তর্জাতিক উইন্ডো। তাই আমাদের এই সুযোগটা যথাসম্ভব কাজে লাগাতে হবে। আমাদের দলে সন্দেশ ঝিঙ্গন ফিরে এসেছে, এটা ভালো খবর। আমাদের নতুন কোচ যে সিস্টেমে আমাদের খেলাচ্ছেন, তার সঙ্গে আরও ভালো ভাবে মানিয়ে নিতে পারব আমরা।'
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন