India Sri Lanka T-20: ধনঞ্জয় ডি সিলভার দুরন্ত ইনিংস - শ্রীলঙ্কার কাছে ৪ উইকেটে হার ভারতের

কার্যত একা হাতেই লড়াই চালিয়ে যান সিলভা। দু বল হাতে রেখেই ৪ উইকেটে জয় ছিনিয়ে নেয় দসুন সনাকারা। সেইসঙ্গে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে ১-১ ব্যবধানে সমতা ফিরে পায় দ্বীপরাষ্ট্র।
ভারত বনাম শ্রীলঙ্কা টি-২০ ম্যাচ
ভারত বনাম শ্রীলঙ্কা টি-২০ ম্যাচ ছবি বিসিসিআই ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে

ধনঞ্জয় ডি সিলভার (৪০*) দুরন্ত ইনিংসের সৌজন্যে উত্তেজনাপূর্ণ ম্যাচে চার উইকেটে ভারতকে হারালো শ্রীলঙ্কা। ভারতের দেওয়া ১৩৩ রানের লক্ষ্য মাত্রা তাড়া করতে নেমে ভরাডুবির মধ্যে পড়ে লঙ্কান দল। কার্যত একা হাতেই লড়াই চালিয়ে যান সিলভা। দু বল হাতে রেখেই ৪ উইকেটে জয় ছিনিয়ে নেয় দসুন সনাকারা। সেইসঙ্গে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে ১-১ ব্যবধানে সমতা ফিরে পায় দ্বীপরাষ্ট্র।

ভারতীয় অলরাউন্ডার ক্রুনাল পান্ডিয়া করোনা আক্রান্ত হওয়ায় এবং ক্রুনালের সংস্পর্শে আসা আট জন ক্রিকেটারকে পরীক্ষার জন্য আইসোলেশনে রাখার কারণে গতকালের টি টোয়েন্টি ম্যাচ স্থগিত রাখা হয়েছিলো। একদিন পর অর্থাৎ আজ কলম্বোয় সিরিজের সেই দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। প্রথম দফায় ব্যাট করে এই ম্যাচে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে মাত্র ১৩২ রান সংগ্রহ করে টিম ইন্ডিয়া।

দ্বিতীয় দফায় ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে দ্বীপরাষ্ট্র। ওপেনার মিনোদ ভানুকা (৩৬) ছাড়া টপ অর্ডারের সব ব্যাটসম্যানই ব্যর্থ হন। অভিস্কা ফার্নান্দো ১৩ বলে ১১ রান করেন। তিন নম্বরে ব্যাট করতে নেমে সাদিরা ১২ বলে আট রান করে বরুণ চক্রবর্তীর শিকার হন। অধিনায়ক দসুন সনাকা ফিরে যান ৩ রানেই।

মিডল অর্ডারে ধনঞ্জয় ডি সিলভা এবং ওয়ানিন্দু হাসারাঙ্গা ম্যাচের হাল ধরার চেষ্টা করেন। হাসারাঙ্গা ১১ বলে ১৫ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে ফেরত যান। ৫ বলে মাত্র ২ রান করেন রমেশ মেন্ডিস। শ্রীলঙ্কান দলের ভরাডুবির মাঝে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যান ধনঞ্জয় ডি সিলভা। ৩৪ বলে ৪০* রানের দুরন্ত ইনিংস খেলে দলকে জয় এনে দেন তিনি। শেষ পর্যায়ে ৬ বলে ১২* রানের মহা মূল্যবান ইনিংস আসে চামিকা করুনারত্নের ব্যাটে।

প্রেমদাসা স্টেডিয়ামে এই ম্যাচে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। ভারতের হয়ে আজ অভিষেক ঘটে দেবদূত পাড়িক্কেল, ঋতুরাজ গায়কোয়াড, নীতিশ রানা এবং চেতন শাকারিয়ার। প্রথমে ব্যাট করতে নেমে শিখর ধাওয়ান এবং ঋতুরাজ গায়কোয়াড ভালো শুরু করলেও ২১ রান করে ফিরে যান গায়কোয়াড। শিখর ধাওয়ান করেন ৪০ রান। তিন নম্বরে ব্যাট করতে নেমে দেবদূত পাড়িক্কেল ২৯ রান করে হাসারাঙ্গার শিকার হন। তবে এরপর আর কোনো ব্যাটসম্যান বড় স্কোর করতে পারেনি। সঞ্জু স্যামসন ১৩ বলে ৭ রান করেন। নীতিশ রানা ১২ বল খেলে করেন ৯ রান। ভুবনেশ্বর কুমার ১১ বলে ১৩* রানে অপরাজিত থাকেন। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে মাত্র ১৩২ রান সংগ্রহ করে ভারত।

শ্রীলঙ্কার হয়ে এই ম্যাচে ৪ ওভারে মাত্র ২৯ রান দিয়ে জোড়া উইকেট তুলে নেয় আকিলা ধনঞ্জয়। এছাড়া একটি করে উইকেট নেয় হাসারাঙ্গা, দুষ্মন্ত চামিরা এবং দসুন সনাকা।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in