India Sri Lanka ODI: শেষ ম্যাচে জয়, হোয়াইট ওয়াশের হাত থেকে বাঁচলো শ্রীলঙ্কা

ভারতের দেওয়া ২২৭ রানের লক্ষ্য মাত্রা তাড়া করতে নেমে শ্রীলঙ্কান ওপেনার অভিস্কা ফার্নান্দো ৯৮ বলে ৭৬ রানের সুন্দর ইনিংস খেলেন। এছাড়াও ৫৬ বলে ৬৫ রানের অনবদ্য ইনিংস খেললেন ভানুকা রাজাপাক্ষা।
India Sri Lanka ODI: শেষ ম্যাচে জয়, হোয়াইট ওয়াশের হাত থেকে বাঁচলো শ্রীলঙ্কা
ছবি বিসিসিআই ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে

সিরিজ হারালেও হোয়াইট ওয়াশের হাত থেকে বাঁচলো শ্রীলঙ্কা। কলম্বোয় সিরিজের তৃতীয় তথা শেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচে ভারতকে ৩ উইকেটে হারালো দুশন সনাকার দল। ভারতের দেওয়া ২২৭ রানের লক্ষ্য মাত্রা তাড়া করতে নেমে শ্রীলঙ্কান ওপেনার অভিস্কা ফার্নান্দো ৯৮ বলে ৭৬ রানের সুন্দর ইনিংস খেলেন। এছাড়াও ৫৬ বলে ৬৫ রানের অনবদ্য ইনিংস খেললেন ভানুকা রাজাপাক্ষা।

দ্বিতীয় দফায় ব্যাট করতে নেমে শুরুতেই শ্রীলঙ্কান ওপেনার মিনোদ ভানুকাকে (৭) প্যাভিলিয়নের রাস্তা দেখান কৃষ্ণাপ্পা গৌতম। তবে দ্বিতীয় উইকেটে শ্রীলঙ্কাকে দুরন্ত ভরসা জোগান অভিস্কা-রাজাপাক্ষা জুটি। দ্বিতীয় উইকেটে এই জুটি যোগ করেন ১০৯ রান। রাজাপাক্ষা ৫৬ বলে ৬৫ রানের একটি ঝাঁ চকচকে ইনিংস খেলেন। রাজাপাক্ষার ফিরে যাওয়ার পর অবশ্য ধনঞ্জয় ডি সিলভা (২), আশালাঙ্কা (২৪), দুশন সনাকা (০), চামিকা করুনারত্নেরা(৩)বিশেষ কিছু করে দেখাতে পারেননি। তবে দলকে একা হাতে ধরে রেখেছিলেন অভিস্কা। শ্রীলঙ্কাকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দিয়ে ব্যক্তিগত ৭৬ রানে রাহুল চাহারের শিকার হন তিনি। শেষে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন রমেশ মেন্ডিস (১৫*)। ৫* রানে অপরাজিত রইলেন আকিলা ধনঞ্জয়।

কলম্বোয় বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ভারত অল আউট হয়ে যায় ২২৫ রানে। বৃষ্টির কারণে দুই পক্ষের ওভার কমিয়ে ৪৭ ওভারে নিয়ে আসা হয় এবং শ্রীলঙ্কা টার্গেট পায় ২২৭ রানের। এদিন তৃতীয় একদিনের ম্যাচে অধিনায়ক হিসেবে প্রথম টসে জেতেন শিখর ধাওয়ান। টসে জিতে সিদ্ধান্ত নেন প্রথমে ব্যাট করার।

ব্যাট হাতে ১১ বলে ১৩ রান করে ফিরতে হয় ধাওয়ানকে। পৃথ্বী শ এবং প্রথম ম্যাচ খেলতে নামা সঞ্জু স্যামসন দলকে সুন্দর ভাবে এগিয়ে নিয়ে যেতে থাকেন। দলের ব্যক্তিগত স্কোর যখন ১০২, তখন ৪৯ বলে ৪৯ রান করে প্যাভিলিয়নের রাস্তা দেখেন পৃথ্বী। মণীশ পান্ডে ফেরত যান ১১ রানে। দলের স্কোর যখন ২৩ ওভারে তিন উইকেট হারিয়ে ১৪৭ রান, তখনই বাধ সাজে বৃষ্টি। বৃষ্টির পর শ্রীলঙ্কান বোলাররা ছন্দে ফেরেন। ভারত আর বেশি দূর এগোতে পারেনি। সঞ্জু স্যামসন ৪৬ রান এবং সূর্যকুমার যাদব ৪০ রান করে ফিরে যাওয়ার পর তাসের ঘরের মতো ভেঙে পড়ে ভারতের ইনিংস। হার্দিক পান্ডিয়া(১৯), নীতিশ রানা(৭), কৃষ্ণাপ্পা গৌতমরা(২)চূড়ান্ত ব্যর্থ হন। রাহুল চাহার করেন ১৩ রান এবং নভদীপ সাইনি ১৫ রান।

শ্রীলঙ্কার হয়ে এই ম্যাচে তিনটি করে উইকেট নেয় জয়াক্রমা এবং আকিলা ধনঞ্জয়। জোড়া উইকেট নেয় দুষ্মন্ত চামিরা এবং একটি করে উইকেট আসে করুনারত্নে এবং দুশন সনাকার খাতায়। অন্যদিকে ভারতের হয়ে এই ম্যাচে তিনটি উইকেট আসে রাহুল চাহারের ঝুলিতে। জোড়া উইকেট নেয় চেতন শাকারিয়া এবং একটি করে উইকেট নেয় হার্দিক পান্ডিয়া ও কৃষ্ণাপ্পা গৌতম।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in