India Open 2022: অস্মিতা চালিহার চমক, দাপুটে জয় দিয়ে অভিযান শুরু পিভি সিন্ধুর

পঞ্চম বাছাই ইভজেনিয়া কোসেটস্কায়াকে স্ট্রেট সেটে উড়িয়ে বাজিমাৎ করেন অবাছাই অস্মিতা। ভারতীয় তরুণীর পক্ষে ম্যাচের ফলাফল ২৪-২২, ২১-১৬। দ্বিতীয় রাউন্ডে অস্মিতার প্রতিপক্ষ ফ্রান্সের ইয়ালে হয়ায়ুক্স।
অস্মিতা চালিহা
অস্মিতা চালিহাছবি সংগৃহীত
Published on

জয় দিয়েই ইন্ডিয়া ওপেনের অভিযান শুরু করলেন ভারতের তারকা শাটলার পিভি সিন্ধু। মঙ্গলবার নিউ দিল্লিতে ইন্ডিয়া ওপেনের প্রথম রাউন্ডে স্বদেশীয় কৃষ্ণ প্রিয়া কুদ্রাভালিকে ২১-৫, ২১-১৬ ব্যবধানে হারিয়ে জয় অর্জন করলেন জোড়া অলিম্পিক পদক জয়ী হায়দরাবাদি শাটলার। দ্বিতীয় রাউন্ডে সিন্ধু মুখোমুখি হবেন ইরা শর্মার।

দাপুটে জয় অর্জন করেও নিজের পারফর্ম্যান্স নিয়ে সন্তুষ্ট নন সিন্ধু। তারকা শাটলার নিজের খেলাকে আরও ক্ষুরধার করতে চান। ম্যাচের শেষে সিন্ধু বলেন, আমার নিজের খেলাকে আরও ক্ষুরধার করে তোলার প্রয়োজন এবং খেলার মধ্যে আরও নতুন নতুন স্কিল আনতে। নয়তো কিছু সময় পর থেকেই প্রতিপক্ষরা আমার খেলা ধরে ফেলবে।

তবে এদিন টুর্নামেন্টের সবচেয়ে বড় চমক দেখিয়েছেন ২২ বছরের ভারতীয় শাটলার অস্মিতা চালিহা। পঞ্চম বাছাই ইভজেনিয়া কোসেটস্কায়াকে স্ট্রেট সেটে উড়িয়ে দিয়ে বাজিমাৎ করেন অবাছাই অস্মিতা। ভারতীয় তরুণীর পক্ষে ম্যাচের ফলাফল ২৪-২২, ২১-১৬। দ্বিতীয় রাউন্ডে অস্মিতার প্রতিপক্ষ ফ্রান্সের ইয়ালে হয়ায়ুক্স।

ইন্ডিয়া ওপেনে পুরুষদের সিঙ্গেলসে সিরিল ভার্মাকে স্ট্রেট সেটে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে পা রেখেছেন কিদম্বী শ্রীকান্ত। সিরিলের বিপক্ষে শ্রীকান্ত ২১-১৭, ২১-১০ ব্যবধানে ম্যাচ জেতেন। দ্বিতীয় রাউন্ডে শ্রীকান্ত লড়বেন কিম ব্রুনের বিপক্ষে।তবে মঙ্গলবার মালেশিয়ার সুং জো ভেনের বিরুদ্ধে চিরাগ সেন ৮-২১, ৭-২১ ব্যবধানে হতাশাজনক হার নিয়ে প্রথম রাউন্ড থেকেই ছিটকে গেলেন।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in