Asian Games 2023: ষষ্ঠ দিনেও শ্যুটিং-র হাত ধরে সোনা জয় অব্যাহত ভারতের

People's Reporter: ১০ মিটার এয়ার পিস্তলে ব্যক্তিগত বিভাগে সোনা জিতলেন পলক গুলিয়া। ওই একই বিভাগে রুপো জিতলেন এষা সিং।
বামদিকে এষা সিং এবং পলক গুলিয়া
বামদিকে এষা সিং এবং পলক গুলিয়াছবি - ট্যুইটার

এশিয়ান গেমসের ষষ্ঠ দিনে ফের সোনা জয় ভারতের। ১০ মিটার এয়ার পিস্তলে ব্যক্তিগত বিভাগে সোনা জিতলেন পলক গুলিয়া। ওই একই বিভাগে রুপো জিতলেন এষা সিং। ভারতের মোট পদক সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩০।

এশিয়ান গেমসে শ্যুটারদের হাত ধরে একের পর এক সোনা জিতছে ভারত। শুক্রবার পলক গুলিয়া স্কোর করেন ২৪২.১ এবং এষা স্কোর করেন ২৩৯.৭। আবার এদিনই এই ইভেন্টের দলগত বিভাগে রুপো জিতেছেন এই দুই শ্যুটার। ব্যক্তিগত বিভাগে ব্রোঞ্জ জিতেছেন পাকিস্তানের কিশমালা তলত। তিনি স্কোর করেন ২১৮.২। এই কিশমালার হাত ধরেই এশিয়ান গেমসে প্রথম পদক জিতলো পাকিস্তান।

অন্যদিকে ছেলেদের টেনিসে রুপো জেতে ভারত। রামকুমার রমানাথন ও সাকেত মইনেনি চীনের বিরুদ্ধে হেরে যান। খেলার ফল হয় ৬-৪, ৬-৪। আবার পুরুষদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনে সোনা জিতেছে ভারত।

এই মুহূর্তে ভারতের পদক সংখ্যা ৩০টি। সোনা রয়েছে ৮টি, ১১টি রুপো এবং ১১টি। ভারত রয়েছে চতুর্থ স্থানে। তৃতীয় স্থানে আছে জাপান। জাপান জিতেছে ১৯টি সোনা, ৩১টি রুপো এবং ৩২টি ব্রোঞ্জ। দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া। তারা সোনা জিতেছে ২৪টি, রুপো জিতেছে ২৪টি এবং ব্রোঞ্জ জিতেছে ৪০টি। পদক তালিকায় শীর্ষে রয়েছে চীন। চীনের ঝুলিতে ৯৩টি সোনা, ৪৫টি রুপো এবং ২৬টি ব্রোঞ্জ।

বামদিকে এষা সিং এবং পলক গুলিয়া
Sourav Ganguly: 'আমি যেখানে খুশি যেতে পারি' - স্পেনে গিয়ে শিল্প ঘোষণা প্রসঙ্গে মুখ খুললেন সৌরভ
বামদিকে এষা সিং এবং পলক গুলিয়া
Asian Games 2023: দলগত বিভাগের পর ব্যক্তিগত বিভাগ, প্রথম ভারতীয় হিসেবে পদক জয় বাংলার ছেলের

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in