

ক্রিকেটের মক্কায় জমে উঠেছে ভারত বনাম ইংল্যান্ডের দ্বিতীয় টেস্ট। লোকেশ রাহুলের অনবদ্য শতরান এবং রোহিত শর্মার দুরন্ত ইনিংসের দৌলতে প্রথম ইনিংসে ভারত ৩৪৬ রান করে। জবাবে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনের শেষে ৩ উইকেট হারিয়ে ১১৯ রান সংগ্রহ করেছে ইংল্যান্ড।
লোকেশ রাহুলের দুরন্ত শতরানের পর প্রথম দিনের শেষে ভারতের স্কোর ছিল ৩ উইকেট হারিয়ে ২৭৬ রান। তবে দ্বিতীয় দিনে ভারতীয় ব্যাটসম্যানদের সেই ছন্দ দেখা গেলো না। শুরু থেকেই ক্রমাগত উইকেট হারাতে থাকে। ২৭৮ রানের মাথায় ব্যক্তিগত ১২৯ রান করে অলি রবিনসনের বলে আউট হন রাহুল। প্রথম টেস্টের পর দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসেও চূড়ান্ত ব্যর্থ হন আজিঙ্কে রাহানে (১)। রবীন্দ্র জাদেজা (৪০) এবং ঋষভ পন্থ (৩৭) কিছুটা লড়াই চালালেও টেল এন্ডের ব্যাটসম্যানরা দাঁড়াতেই পারেননি।
প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ইংল্যান্ডের। ২৩ রানের মাথাতেই দু উইকেট হারিয়ে ফেলে তারা। রানের খাতা খুলতেই পারেননি হামিদ এবং ১১ রান করে ফিরে যান সিবলে। দুটি উইকেটই নেন সিরাজ। শুরুতে দুটো উইকেট হারিয়ে ধুঁকতে থাকা দলকে ভরসা জোগান স্বয়ং অধিনায়ক জো রুট। রোরি বার্নসকে সঙ্গে নিয়ে ম্যাচকে এগিয়ে নিয়ে যেতে থাকেন তিনি। রোরি বার্নস ৪৯ রান করে ফিরে গেলেও দিনের শেষে অপরাজিত রয়েছেন রুট (৪৮*)। রুটের সঙ্গে আগামীকাল শুরু করবেন জনি বেয়ারিস্টো (৬*)।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন
