India England Test: ওভালে প্রথম ইনিংসে ভারতের বিরুদ্ধে ৯৯ রানের লীড ইংল্যান্ডের

চতুর্থ টেস্টের প্রথম ইনিংসে ১৯১ রানেই ভারতকে বেঁধে ফেলে ব্রিটিশরা। জবাবে প্রথম ইনিংসে স্কোর বোর্ডে ২৯০ রান যোগ করে ইংল্যান্ড। হেডিংলের পর ওভালেও প্রথম ইনিংসের শেষে ভালো জায়গায় রুট বাহিনী।
ভারত ইংল্যান্ড চতুর্থ টেস্ট
ভারত ইংল্যান্ড চতুর্থ টেস্টছবি বিসিসিআই ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে
Published on

ওভালে ভারতকে প্রথম ইনিংসে ৯৯ রানের লীড দিয়েছে ইংল্যান্ড। চতুর্থ টেস্টের প্রথম ইনিংসে ১৯১ রানেই ভারতকে বেঁধে ফেলে ব্রিটিশরা। জবাবে প্রথম ইনিংসে স্কোর বোর্ডে ২৯০ রান যোগ করে ইংল্যান্ড। স্বাভাবিক ভাবে হেডিংলের পর ওভালেও প্রথম ইনিংসের শেষে ভালো জায়গায় রুট বাহিনী।

লন্ডনে দ্বিতীয় দিনের শুরুটা অবশ্য ভারতের পক্ষেই ছিলো। বৃহস্পতিবার প্রথম দিনের শেষে ইন ফর্ম রুটকে ফিরিয়ে দিয়েছিলেন উমেশ যাদব। শুক্রবার শুরুতেই উমেশের হাত ধরে জোড়া ধাক্কা আসে ব্রিটিশ শিবিরে। ক্রেগ ওভার্টন ১ রানে এবং ডেভিড মালান ৩১ রান করে উমেশের শিকার হন।

৬২ রানে পাঁচ উইকেট খোয়ানোর পর ধুঁকতে থাকা থ্রি লায়ন্সদের দিশা দেখান জনি বেয়ারিস্টো এবং ওলি পোপ জুটি। ষষ্ঠ উইকেটে এই জুটি ৮৯ রান যোগ করে ব্রিটিশদের ভালো জায়গায় নিয়ে যায়। বেয়ারিস্টো খেলেন ৩৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস। তবে ব্যাট হাতে ইংল্যান্ডের হয়ে এই ম্যাচে সব রং কেড়ে নিয়েছেন ওলি পোপ। ১৫৯ বলে ৮১ রানের অনবদ্য ইনিংস খেললেন তিনি।

ইংল্যান্ডের রানের ঘোড়া এগিয়ে নিয়ে গেছেন মঈন আলি এবং ক্রিস ওকস জুটিও। মঈন ইংল্যান্ডের স্কোর বোর্ডে ৩৫ রান যোগ করেছেন। অন্যদিকে বল হাতে চার উইকেট নেওয়ার পর ব্যাট হাতে অনবদ্য অর্ধশতরান করে দেখালেন ক্রিস ওকস।

ভারতের হয়ে এই ইনিংসে তিনটি উইকেট নিয়েছেন উমেশ যাদব। জোড়া উইকেট নেয় জসপ্রীত বুমরাহ এবং রবীন্দ্র জাদেজা। একটি করে উইকেট আসে মহম্মদ সিরাজ এবং শার্দুল ঠাকুরের খাতায়।

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in