India England Test: চতুর্থ টেস্টের আগে কোহলীর টেকনিকের সমালোচনায় আকিব জাভেদ

চলতি সিরিজে বিরাটের ফর্ম নিয়ে সমালোচনা চলছে ক্রিকেট মহলে। এবার প্রাক্তন পাক ক্রিকেটার আকিব জাভেদ বিরাটকে 'একজন সাধারণ এশিয়ান খেলোয়াড়' বলে উল্লেখ করলেন।
বিরাট কোহলী
বিরাট কোহলী ফাইল ছবি, বিরাট কোহলীর ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে

ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে একদমই ছন্দে নেই ভারত অধিনায়ক বিরাট কোহলি। রান করতে যেন ভুলেই গেছেন তিনি। লীডস টেস্টের দ্বিতীয় ইনিংসে অর্ধশতরান করলেও ভারত অধিনায়ককে অর্ধশতরান করতে ৮ ইনিংস খেলতে হলো। এছাড়াও দেড় বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটে একটিও শতরান পাননি বিরাট। চলতি সিরিজে বিরাটের ফর্ম নিয়ে সমালোচনা চলছে ক্রিকেট মহলে। এবার প্রাক্তন পাক ক্রিকেটার আকিব জাভেদ বিরাটকে 'একজন সাধারণ এশিয়ান খেলোয়াড়' বলে উল্লেখ করলেন।

এশিয়ান ক্রিকেটাররা ইংল্যান্ডে গিয়ে সেভাবে রান করতে পারেননা। কোহলির টেকনিক নিয়ে প্রশ্ন তুলে আকিব জানান, "কোহলি একজন সাধারণ এশিয়ান খেলোয়াড়, সে অস্ট্রেলিয়ায় সফল হতে পারে। কিন্তু ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার মতো জায়গায় যেখানেই বল সুইং বা সিম করে, সেখানে তাঁকে সমস্যায় পড়তে হয়েছে। নিয়ন্ত্রিত আউটসুইংয়ের বিরুদ্ধে দুর্বল হওয়ায় আউট হয়ে যান।"

চলতি সিরিজে মাত্র ১২৪ রান করেছেন কোহলি। যেখানে ইংল্যান্ড অধিনায়ক জো রুট ৫০৭ রান করে ফেলেছেন। দুরন্ত গতিতে ছুটছে রুটের ব্যাট। তিন টেস্টেই হাঁকিয়েছেন শতরান। সেইসঙ্গে ১৩৯৮ রান করে ২০২১ সালে টেস্টে সর্বোচ্চ রান সংগ্রহ করেছেন ব্রিটিশ অধিনায়ক।

কোহলি ও রুটের তুলনা করতে গিয়ে আকিব জাভেদ রুট প্রসঙ্গে বলেন, "এই কঠিন পরিস্থিতিতে জো রুটের কৌশল তাকে কোহলির চেয়ে অনেক এগিয়ে রেখেছে। কারণ সে জানে কিভাবে দেরিতে বল খেলতে হয়।"

পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ বর্তমানে ১-১ সমতায় আছে। বৃহস্পতিবার লন্ডনের ওভালে শুরু হচ্ছে চতুর্থ টেস্ট। ভারত কি পারবে হেডিংলের ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াতে! নাকি এগিয়ে যাবে ইংল্যান্ড। অপেক্ষা ক্রিকেট ভক্তদের।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in