India England Test: ৬৯ বছরের পুরোনো ভিনু মানকর পঙ্কজ রায়ের রেকর্ড ভেঙে নতুন কীর্তি লোকেশ রোহিত জুটির

লর্ডসে ৬৯ বছরের পুরোনো রেকর্ড ভেঙে নতুন কীর্তি রচনা করলেন লোকেশ রাহুল এবং রোহিত শর্মা জুটি। ১৯৫২ সালে ভিনু মানকড় এবং পঙ্কজ রায় জুটি লর্ডসে ১০৬ রানের ওপেনিং পার্টনারশিপ গড়েছিলেন।
কে এল রাহুল
কে এল রাহুলছবি বিসিসিআই ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে
Published on

লর্ডসে ৬৯ বছরের পুরোনো রেকর্ড ভেঙে নতুন কীর্তি রচনা করলেন লোকেশ রাহুল এবং রোহিত শর্মা জুটি। ১৯৫২ সালে ভিনু মানকড় এবং পঙ্কজ রায় জুটি লর্ডসে ১০৬ রানের ওপেনিং পার্টনারশিপ গড়েছিলেন। সেই রেকর্ড ভাঙলেন রোহিত-রাহুল জুটি। এছাড়াও ২০০৮ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে লর্ডসে অ্যালেস্টার কুক এবং অ্যান্ড্রু স্ট্রসের ওপেনিং জুটিতে বানানো ১১৪ রানকেও টপকে যান ভারতীয় ওপেনার জুটি। কুক-স্ট্রসের পার্টনারশিপই এতোদিন পর্যন্ত 'ক্রিকেটের মক্কা'-তে ওপেনিং জুটিতে সর্বোচ্চ রান ছিল। এখন সেই রেকর্ডের মালিক রোহিত-রাহুল।

ওপেনিং জুটিতে এই ম্যাচে রোহিত শর্মা এবং শিখর ধাওয়ান ১২৬ রান যোগ করেন। ম্যাচের ৪৪ তম ওভারে জেমস অ্যান্ডারসনের বলে বোল্ড হয়ে ফেরত যান রোহিত। অল্পের জন্য শতরান হাতছাড়া করেন। ব্যক্তিগত ৮৩ রান করে ফিরে যান তিনি।

লর্ডসে ভারত বনাম ইংল্যান্ডের টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচেও দেখা যায় বৃষ্টির ভ্রুকুটি। প্রথম সেশনের ১৯ তম ওভারের পরেই বৃষ্টির জন্য খেলা বন্ধ রাখতে হয়। তবে বৃষ্টির ফায়দা তুলতে পারেননি ব্রিটিশ বোলাররা। ভারতের ওপেনার জুটি দুরন্ত শুরু দিয়েছেন।

রোহিত শর্মা ফিরে যাওয়ার পর চেতেশ্বর পূজারা ৯ রান করে অ্যান্ডারসনের শিকার হন। প্রতিবেদন লেখা পর্যন্ত বাইশ গজে ৮২* রানে অপরাজিত রয়েছেন লোকেশ রাহুল। সঙ্গে রয়েছেন অধিনায়ক বিরাট কোহলি (১৪*)। ভারতের স্কোর ৬৪.৩ ওভারে দু উইকেটের বিনিময়ে ২০২।

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in