পরের বছর ভারত-ইংল্যান্ড টি-২০ সিরিজের সূচিতে পরিবর্তন। ভারত-ইংল্যান্ড সিরিজের দ্বিতীয় টি-২০-র পরিবর্তে প্রথম টি-২০ জায়গা পেল ইডেন গার্ডেন্স। সেই ম্যাচ হবে ২২ জানুয়ারি।
কলকাতায় ম্যাচ হওয়ার কথা ছিল ২৫ জানুয়ারি। কিন্তু এর পরের দিনই প্রজাতন্ত্র দিবস। রেড রোড ব্লকই থাকে সেদিন। ফলে নিরাপত্তার কথা ভেবেই পুলিশের সঙ্গে আলোচনা করে দিন পরিবর্তনের অনুরোধ করেছিল সিএবি। বিসিসিআই তাতে সম্মতি দিয়েছে।
প্রথম টি-২০ আন্তর্জাতিক হওয়ার কথা ছিল ২২ জানুয়ারি চেন্নাইয়ে। প্রথম ম্যাচের বদলে ২৫ জানুয়ারি দ্বিতীয় টি-২০ ম্যাচ হবে চেন্নাইয়ে। এছাড়া ২৮ জানুয়ারি রাজকোট, ৩১ জানুয়ারি পুণে এবং ২ ফেব্রুয়ারি মুম্বইতে ম্যাচ।
এরপর ইংল্যান্ডের বিরুদ্ধে ৩ ম্যাচের ওয়ান ডে সিরিজ। ৬ ফেব্রুয়ারি নাগপুরে প্রথম ম্যাচ, ৯ ফেব্রুয়ারি কটকে এবং তৃতীয় ওয়ান ডে ১২ ফেব্রুয়ারি আহমেদাবাদে হবে।
দেশের মাটিতে ভারতের আন্তর্জাতিক ক্রিকেট মরসুম শুরু হচ্ছে সেপ্টেম্বরে। বাংলাদেশের বিরুদ্ধে দুটি টেস্ট খেলবে ভারত। এরপর বাংলাদেশের বিরুদ্ধেই তিন ম্যাচের টি-২০ সিরিজ।
১৯ সেপ্টেম্বর থেকে চেন্নাইয়ে ভারত-বাংলাদেশ প্রথম টেস্ট। ২৭ সেপ্টেম্বর থেকে দ্বিতীয় টেস্ট কানপুরে। ৬, ৯ ও ১২ অক্টোবর ভারত তিনটি টি-২০ ম্যাচ খেলবে বাংলাদেশের বিরুদ্ধে।
এরপরই ১৬ অক্টোবর ভারত ও নিউজিল্যান্ডের প্রথম টেস্ট। ২৪ অক্টোবর দ্বিতীয় টেস্ট পুণেতে এবং ১ নভেম্বর শেষ টেস্ট মুম্বইতে খেলবে ভারত।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন