India-England: দীপ্তি শর্মার মানকাডিং বিতর্কে ক্রিকেট মহলে মিশ্র প্রতিক্রিয়া

অশ্বিন-বাটলার মানকাডিং কান্ডে বেশ জলঘোলা হয়েছিল। এবার আরও একবার মানকাডিং বিতর্কে জড়ালেন এক ইংরেজ ও ভারতীয় ক্রিকেটার। জয়ের জন্য ইংল্যান্ডের দরকার ছিল ১৬ রান।
India-England: দীপ্তি শর্মার মানকাডিং বিতর্কে ক্রিকেট মহলে মিশ্র প্রতিক্রিয়া

লর্ডসে ঝুলন গোস্বামীর বিদায়ী ম্যাচে দুর্দান্ত জয় তুলে নিয়েছে টিম ইন্ডিয়া। ইংল্যান্ডকে তাদের ঘরের মাঠেই হোয়াইট ওয়াশ করেছেন হরমনপ্রীত কৌররা। তবে সে সবের মাঝেই এক বিতর্কের সৃষ্টি হয়েছে এই ম্যাচে। শার্লট ডিনকে মানকাডিং করে সেই আলোচনার কেন্দ্রে রয়েছে ভারতের অলরাউন্ডার দীপ্তি শর্মা।

অশ্বিন-বাটলার মানকাডিং কান্ডে বেশ জলঘোলা হয়েছিল। এবার আরও একবার মানকাডিং বিতর্কে জড়ালেন এক ইংরেজ ও ভারতীয় ক্রিকেটার। জয়ের জন্য ইংল্যান্ডের দরকার ছিল ১৬ রান। বাইশ গজে ছিলেন শার্লট ডিন ও ফ্রেয়া ডেভিস। ৪৪ তম ওভারে চতুর্থ বলের আগে নন স্ট্রাইকার এন্ডে শার্লটের বেল ফেলে দেন দীপ্তি। থার্ড আম্পায়ারের কাছে জানতে চাওয়া হলে তিনি আউট দিয়ে দেন। এরপর মাঠ ছেড়ে বেরিয়ে যেতে হয় শার্লটকে এবং ইন্ডিয়াও ম্যাচ জিতে নেয়। এরপরেই শুরু হয় বিতর্ক।

এই ঘটনার পর মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে ক্রিকেট মহলে। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে রীতিমতো বাকযুদ্ধ শুরু হয়ে গিয়েছে। অনেকেই এই ঘটনাকে স্পোর্টিং স্পিরিটের পরিপন্থী বলে মনে করছেন। অনেকে আবার বলেছেন নন স্ট্রাইকারের বেশি সতর্ক থাকা উচিত ছিল, দীপ্তি নিয়ম বহির্ভূত কিছুই করেননি। বীরেন্দ্র শাহবাগ, ওয়াসিম জাফর, তাবরেজ শামসিরা পাশে দাঁড়িয়েছেন দীপ্তির।

ওয়াসিম জাফর বলেছেন, "এটা আসলে বেশ সহজ। বোলার রান আপ শুরু করলে বল খেলায় আসে। সেই মুহূর্ত থেকে একজন ব্যাটার বা নন স্ট্রাইকার হিসেবে আপনাকে বলের দিকে নজর রাখতে হবে, আপনি যদি একটু অসাবধান হন, তাহলে প্রতিপক্ষ আপনাকে আউট করে দেবে এবং আপনি উভয় প্রান্তে আউট হতে পারেন।"

প্রোটিয়া তারকা তাবরেজ শামসি বলেন,"আমি এখানে কারও পক্ষে নই তবে আমার মতামত হল, আইনের কারণে বোলিং করার সময় বোলারদের লাইনের পিছনে থাকতে বাধ্য করা হলে, ব্যাটাররা আইনের কারণে ব্যাক আপ করার সময়ও লাইনের পিছনে থাকা শিখতে পারে। আমার কাছে ন্যায্য মনে হয় আইন মেনে চলাটা।"

অন্যদিকে ইংলিশ ক্রিকেটার স্যাম বিলিংস এই ঘটনার সমালোচনা করে বলেছেন,"যারা এই খেলাটা খেলেছেন, তাঁদের কেউ এই বিষয়টা গ্রহণযোগ্য বলে নিশ্চয়ই মনে করেন না। এটা ক্রিকেট নয়। আইনের মধ্যে আছে। কিন্তু স্পিরিটের দিক থেকে ঠিক নয়। আমার মতে, আইন পরিবর্তন করে সতর্ক করে দেওয়া বা ক্রিজ ছেড়ে বেশি এগিয়ে আসার মতো বিষয় চালু করা যেতে পারে। তবে এটা বলতেই পারি যে কেউ কেউ সেই নিষয়ে একমত হবেন না।"

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in